সিগনালে দাঁড়িয়ে হর্ন বাজালে অভিনব শাস্তি মুম্বইয়ে
সতর্ক করা, সচেতনতা অভিযানের পরেও ফল না মেলায় শব্দ দূষণ রোধ করার এক অভিনব পন্থা নিল মুম্বই পুলিশ। মুম্বই পুলিশ স্পষ্ট জানিয়েছে সিগনালে দাঁড়িয়ে যত বেশী হর্ন বাজাবে চালক, তত বেশী অপেক্ষা করতে হবে তাঁকে।
ট্রাফিক সিগনালে তারা একটি ব্যবস্থা চালু করেছে, যেখানে হর্ন বাজালেই সিগ্নাল সবুজ হতে আরও ৩০ সেকেন্ড বেশী সময় লাগবে। অধিকাংশ চালক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। অনেকের বক্তব্য এই ব্যবস্থার ফলে অনেক চালক সচেতন হবেন।
গত ৩১শে জানুয়ারি তাদের টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করেছে তারা। ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাফিক সিগনালে কাউন্টডাউন চলছে ২০-১৯-১৮ …। কিন্তু, অনেকে সামান্য হর্ন বাজিয়েছেন, এর ফলে কাউন্টডাউন আবার ৯০ থেকে শুরু হল। আসলে মুম্বই পুলিশ পানিশিং সিগনাল ব্যবস্থা চালু করেছে।
মুম্বইয়ের সিএসএমটি, বান্দ্রা, পেড্ডার ড়দ, হিন্দমাতা এলাকায় কিছু সিগনালে এই যন্ত্র বসানো হয়েছে। হর্নের শব্দ ৮৫ ডেসিবেলের ওপরে হলেই কাউন্টডাউন আবার ৯০ থেকে শুরু হচ্ছে। তাদের স্পষ্ট বার্তা, যদি অপেক্ষা করতে আপত্তি না থাকে, যত ইচ্ছে হর্ন বাজান।