কলকাতা বিভাগে ফিরে যান

ইতিহাস গড়ার মুখে কলকাতা – দেশে প্রথম জলের তলায় মেট্রো চলবে শহরে

February 6, 2020 | < 1 min read

দেশে প্রথম জলের তলায় চলবে মেট্রো। ছবি সৌজন্যেঃ metrorailnews

একের পর এক কৃতিত্বের পালক যুক্ত হচ্ছে কলকাতা তথা বাংলার মুকুটে। দেশের প্রথম মেট্রো চলেছিল এই শহরে। এবার কল্লোলিনীর মুকুটে যোগ হতে চলেছে আরেকটা নতুন পালক। দেশের প্রথম জলের তলার মেট্রো রেলের কাজ প্রায় সম্পন্ন হওয়ার মুখে। ২০২২ সালের মার্চ হুগলী নদীর তলা দিয়ে পূর্ব-পশ্চিম মেট্রো রেল চালু হয়ে যেতে পারে।

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন বা কেএমআরসির এমডি মানস সরকার জানান, আগামী দুবছরের মধ্যে চূড়ান্ত খাতে আরও ২০০ মিলিয়ন টাকা আসার অপেক্ষা করছেন তাঁরা। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি থেকে পাওয়া ৪১.‌৬ বিলিয়ন টাকার ঋণের ফলে প্রকল্পের ৪৮.‌৫ শতাংশ খরচ মিটেছে সেই টাকায়।

প্রসঙ্গত, দেশে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতায় ১৯৮৪ সালে। তখন উত্তর-দক্ষিণ রুটে ভূগর্ভস্থ মেট্রো পরিষেবা চালু হয়। পরে মাটির তলার বদলে ওই রুটেই পথ সম্প্রসারণ করা হয় ভূপৃষ্ঠের উপর। ২০১৪ সালে পূর্ব-পশ্চিম রুটে মেট্রো পরিষেবা সম্প্রসারণের কথা হলেও জমি সংক্রান্ত আইনি জটিলতায় তা পিছিয়ে যায়। পরে দিক পরিবর্তন করে কাজ সম্পন্ন করা হচ্ছে। তবে ১৪ কিলোমিটার পথের বদলে সেটা এখন বেড়ে হয়েছে ১৭ কিলোমিটার পথ।

TwitterFacebookWhatsAppEmailShare

#kolkata metro, #costs double, #underwater metro, #India, #Kolkata

আরো দেখুন