দেশ বিভাগে ফিরে যান

সংসদের বক্তব্যে ‘ফেক নিউজ’ স্বয়ং প্রধানমন্ত্রীর – তোলপাড় দেশ

February 8, 2020 | < 1 min read

সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে লোকসভা এবং তারপর রাজ্যসভায় বক্তব্য রাখেন তিনি। ওনার বক্তব্যের অনেকটা সময় জুড়ে ছিল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে। এছাড়া কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পক্ষেও বক্তব্য রাখেন তিনি।

এই ভাষণে তিনি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার একটি উদ্ধৃতি তুলে ধরেন,

“आर्टिकल 370 को हटाना ऐसा भूकंप लाएगा की कश्मीर भारत से अलग हो जायेगा”
(যার মানে দাঁড়ায়, ৩৭০ ধারা প্রত্যাহার করলে এমন ভুমিকম্প হবে যার ফলে কাশ্মীর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে)

মোদীর ভাষণের এই বিশেষ অংশটি ইউটিউবে দেখা যাবে।

এটি ভারতীয় জনতা পার্টি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও টুইট করে।

দেখা যায় প্রধানমন্ত্রী এই উদ্ধৃতিটি একটি ব্যাঙ্গাত্বক ওয়েবসাইট ফেকিং নিজ থেকে নিয়েছেন। ওই ওয়েবসাইটটি এই উদ্ধৃতি প্রকাশ করে ২০১৪ সালের ২৮ মে।

দেখুন ওই ওয়েবসাইটের একটি স্ক্রিনশট

যেদিন ওই ওয়েবসাইট ওই উদ্ধৃতিটি প্রকাশ করে, তার আগের দিন ওমর আবদুল্লা একটি টুইট করেন ৩৭০ ধারা এবং মোদী সরকারের বিষয়ে। তিনি লেখেন, মোদী সরকার যখন ইতিহাসের পাতায় হারিয়ে যাবে, ততক্ষন হয় কাশ্মীর ভারতের অংশ থাকবে না আর নয়তো ৩৭০ ধারা তখনও থাকবে।

ফ্যাক্টচেক ওয়েবসাইট অল্ট-নিউজ এর মতে, প্রধানমন্ত্রীর ভাষণের সাথে নিকটতম সাদৃশ্য শুধু এই টুইটের আছে। এই বক্তব্যে ভুমিকম্পের কোনও উল্লেখ নেই যা শুধু ফেকিং নিউজের প্রতিবেদনে পাওয়া গেছে।

গুগলে খুঁজেও আবদুল্লার এমন কোনও মন্তব্য পাওয়া গেল না যা মোদী উদ্ধৃতি হিসেবে ব্যবহার করেছেন।

এটা খুব আশ্চর্যের কেন প্রধানমন্ত্রী ব্যাঙ্গাত্বক একটি ওয়েবসাইটের ছ’বছরের পুরনো একটি প্রতিবেদনের উদ্ধৃতি তুলে ধরলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #fake News, #Omar Abdullah

আরো দেখুন