অস্কার ২০২০: কার ঝুলিতে পুরস্কার যেতে পারে?
রাত পোহালেই অস্কার ২০২০। বহু প্রতীক্ষিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য সারা বিশ্বে যথেষ্ট আগ্রহের সঙ্গে অপেক্ষা করেন সিনেপ্রেমীরা। এই বছর ১১টি মনোনয়ন পেয়ে এক প্রকার রেকর্ড করেছে ‘জোকার’। দক্ষিণ কোরিয়ার সুপ্রসিদ্ধ ও বহুচর্চিত ছবি ‘প্যারাসাইট’ নিয়েও জনতার আগ্রহ তুঙ্গে।
যুদ্ধের ছবি ১৯১৭ দৃশ্যায়নের এক নতুন সংজ্ঞা তৈরি করে ইতিহাস রচনা করেছে। এছাড়া অস্কার দৌড়ে রয়েছে মার্টিন স্করসেসি নির্মিত ‘আইরিশম্যান’ এবং কুয়েন্তিন ট্যারেন্টিনোর ছবি ‘ওয়ানস আপন এ টাইম ইন হলিউড’। তাই পুরস্কারের মঞ্চে জয়গান হবে কার তাই নিয়ে আগ্রহ এখন তুঙ্গে।
আসুন দেখে নিই টিম দৃষ্টিভঙ্গির মতে কারা হাসিমুখে ফিরবেন অস্কার মঞ্চ থেকে:
সেরা ছবি:
“Ford v Ferrari”
“The Irishman”
“Jojo Rabbit”
“Joker”
“Little Women”
“Marriage Story”
“1917”
“Once Upon a Time in Hollywood”
“Parasite”
জেতা উচিত: Parasite
সম্ভাব্য বিজয়ী: 1917
যদিও বলা যেতে পারে Parasite এবছরের সেরা ছবি, তবুও আমরা অতীতে দেখেছি আন্তর্জাতিক ছবিকে সেরা ছবির পুরস্কার সাধারণত দেওয়া হয় না। গত বছর Roma এর উদাহরণ। অন্যদিকে 1917 ইতিমধ্যেই বেশিরভাগ পুরস্কার মঞ্চে সমাদৃত হয়েছে।
সেরা অভিনেতা
Antonio Banderas, “Pain and Glory”
Leonardo DiCaprio, “Once Upon a Time in Hollywood”
Adam Driver, “Marriage Story”
Joaquin Phoenix, “Joker”
Jonathan Pryce, “The Two Popes”
জেতা উচিত: Joaquin Phoenix
সম্ভাব্য বিজয়ী: Joaquin Phoenix
জোকার ছবিতে তাঁর অনবদ্য অভিনয় ছুঁয়েছে সকলের হৃদয়। ভেনিস চলচ্চিত্র উৎসবে আট মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল এই ছবি। একক শোয়ে অভিনেতাকে যেমন সবটা ধরে রাখতে হয়, ‘জোকার’ ছবিতে ওয়াকিন ফিনিক্স ঠিক তেমনই। বাকি সব যেন প্রপ। সেট, আবহ, অন্যান্য চরিত্র সঙ্গত করে গিয়েছে।
সেরা অভিনেত্রী
Cynthia Erivo, “Harriet”
Scarlett Johansson, “Marriage Story”
Saoirse Ronan, “Little Women”
Charlize Theron, “Bombshell”
Renee Zellweger, “Judy”
জেতা উচিত: Renee Zellweger
সম্ভাব্য বিজয়ী: Renee Zellweger
জুডি ছবিতে রেনি জেলওয়েজার জুডি গারল্যান্ড এর চরিত্রটি ফুটিয়ে তোলেন। জীবনের শেষের দিকে জুডির প্রত্যাবর্তন এবং শিল্পী হিসেবে শেষ সুযোগটি সুনিপুনভাবে দেখিয়েছেন রেনি।
সেরা পরিচালক
Martin Scorsese, “The Irishman”
Todd Phillips, “Joker”
Sam Mendes, “1917”
Quentin Tarantino, “Once Upon a Time in Hollywood”
Bong Joon Ho, “Parasite”
জেতা উচিত: Sam Mendes এবং Bong Joon Ho
সম্ভাব্য বিজয়ী: Sam Mendes
1917 ছবি সর্বকালের সেরা যুদ্ধ-নির্ভর ছবির অন্যতম। শুরু থেকে শেষ অবধি পুরো ছবিটিই যেন একটি দৃশ্য। ক্যামেরার জাদু, টানটান চিত্রনাট্য, দুর্দান্ত আবহ – সবমিলিয়ে এই ছবিটি একটি মাস্টারপিস।
সেরা আন্তর্জাতিক ছবি
“Corpus Christi,” Jan Komasa
“Honeyland,” Tamara Kotevska, Ljubo Stefanov
“Les Miserables,” Ladj Ly
“Pain and Glory,” Pedro Almodovar
“Parasite,” Bong Joon Ho
জেতা উচিত: Parasite
সম্ভাব্য বিজয়ী: Parasite
নিঃসন্দেহে Parasite এবছরের সেরা ছবি। কান থেকে ভেনিস – সর্বত্র দক্ষিণ কোরিয়ার এই ছবি দর্শকের মন ছুঁয়েছে। শ্রেণী সংগ্রাম এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে ধনী-গরিব দ্বন্দ্ব যে রূপ ধারণ করেছে তার এক নির্মম ছবি তুলে ধরেছেন Bong Joon Ho।