বিনোদন বিভাগে ফিরে যান

অস্কারমঞ্চে ইতিহাস – জয়ের মুকুট কোরিয়ার প্যারাসাইটের

February 10, 2020 | < 1 min read

৯২ তম অস্কার মঞ্চ যেন ইতিহাস গড়ার প্ল্যাটফর্ম ৷ আর তাই তো এই গোটা বিশ্বকে চমকে দিয়ে হলিউডের কাছ থেকে সেরা ছবির অস্কার ছিনিয়ে নিল এক কোরিয়ান ছবি ৷ লস এঞ্জেলেসের ডলবি থিয়েটার এই দৃশ্য দেখে একেবারেই তাজ্জব !

কোরিয়ান ছবির পরিচালক বং জোন হু-র ছবি ‘প্যারাসাইট’ প্রথম থেকেই আলোচনার কেন্দ্রে ছিল ৷ এই ছবি যে অস্কারে বাজিমাত করবে, তা নিয়ে অনেকেই বাজি ধরেছিলেন ৷ সবাই মনে করেছিলেন প্যারাসাইট বড়জোর সেরা বিদেশি ছবির জন্যই অস্কার পাবেন ৷ কিন্তু সবাইকে তাক লাগিয়ে হলিউডের তাবড় তাবড় ছবিকে পিছনে ফেলে ৪টি অস্কার নিজের পকেটে পুরে ফেলল প্যারাসাইট ৷

সেরা মৌলিক চলচ্চিত্র, সেরা আন্তর্জাতিক ছবি, সেরা পরিচালক এবং সেরা ছবির অস্কার পেল প্যারাসাইট। পরিচালক বং জোন হু নিজেও অবাক। তিনি স্বীকার করে নেন যে সেরা আন্তর্জাতিক ছবি বাদে অন্য পুরস্কার পাবেন, আশা করেননি।

এক নজরে দেখে নিন পুরস্কার তালিকা

সেরা ছবি – প্যারাসাইট
সেরা অভিনেতা – ওয়াকিন ফিনিক্স
সেরা অভিনেত্রী – রেনি জেলওয়াগার
সেরা পরিচালক – বং জন হু
সেরা সহ অভিনেতা – ব্র্যাড পিট
সেরা সহ অভিনেত্রী – লরা ডার্ন
সেরা আন্তর্জাতিক ছবি – প্যারাসাইট
সেরা অ্যানিমেটেড ছবি – টয় স্টোরি ৪
সেরা চিত্রনাট্য (মৌলিক) – প্যারাসাইট
সেরা চিত্রনাট্য (অভিযোজিত) – জোজো রযবিট
সেরা চিত্রগ্রহণ – ১৯১৭
সেরা সম্পাদনা – ফোর্ড ভার্সেস ফেরারি
সেরা পোশাক – লিটিল ওমেন
সেরা রূপসজ্জা – বম্বশেল
সেরা সেট ডিজাইন – ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড
সেরা আবহ – ১৯১৭
সেরা গান – রকেটম্যান
সেরা ভিজ্যুয়াল এফেক্ট – ১৯১৭
সেরা শব্দ সম্পাদনা – ফোর্ড ভার্সেস ফেরারি
সেরা শব্দ মিশ্রণ – ১৯১৭
সেরা পূর্ণ দৈর্ঘ্যের তথ্যচিত্র – আমেরিকান ফ্যাক্টরি
সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র – লার্নিং টু স্কেটবোর্ড ইন এ ওয়ারজোন
সেরা স্বল্প দৈর্ঘ্যের অ্যানিমেটেড ছবি – হেয়ারলাভ
সেরা স্বল্প দৈর্ঘ্যের লাইভ অ্যাকশন ছবি – দ্য নেইবার্স উইন্ডো

TwitterFacebookWhatsAppEmailShare

#OSCAR, #OSCAR 2020, #WINNERS

আরো দেখুন