বিবিধ বিভাগে ফিরে যান

১১ জন অভিনেত্রী নবজন্ম দিলেন রাজা রবি বর্মার আঁকা ছবিকে

February 10, 2020 | 3 min read

অভিনেত্রী তথা চিত্র প্রচালক সুহাসিনী মণিরত্নমের তৈরী করা এক দাতব্য প্রতিষ্ঠানের জন্য একটি ক্যালেন্ডার তৈরী করেছেন জি ভেঙ্কট রাম।

এই ক্যালেন্ডারে প্রখ্যাত শিল্পী রাজা রবি বর্মার আঁকা কিছু ছবি পেয়েছে নবজন্ম। ১১ জন দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের মাধ্যমে এই প্রয়াস সফল হয়েছে।

এই ক্যালেন্ডারের থিম “ভারতীয় নারীসত্ত্বার প্রাণ”। সীমিত সংখ্যক এই ক্যালেন্ডার ও বুকলেটে ১১ জন অভিনেত্রীকে দেখা যাবে। গত ৩রা ফেব্রুয়ারি চেন্নাইয়ে প্রকাশিত হয় এই ক্যালেন্ডার।

এই ক্যালেন্ডারে দেখা যাবে যাদের: খুশবু, শ্রুতি হাসান, রামিয়া কৃষ্ণণ, ঐশ্বর্য রাজেশ, সামান্থা আকিনেনি, লিসি, প্রিয়দর্শিনী গোবিন্দ এবং চামুন্ডেশ্বরি।

ছবি সৌজন্যেঃ

ফটোগ্রাফিঃ জি ভেঙ্কট রাম

পোস্ট-প্রোডাকশনঃ দিশা শাহ

স্টাইলিংঃ অমৃতা রাম

মেক আপ এবং কেশ বিন্যাসঃ প্রকৃতি অনন্ত

ক্যালেন্ডার ডিজাইনঃ পদ্মজা ভেঙ্কেট রাম

শ্রুতি হাসানঃ জ্যোৎস্নায় রাধা

নাদিয়াঃ বিভিন্ন সামাজিক জীবন থেকে আসা মহিলাদের ব্যক্তিগত জীবনের চিত্র আছে এই ছবিতে

সামান্থাঃ একজন গর্ভবতী মহিলা নতুন জীবনের শুরুর লক্ষ্যে ফল ধরে আছেন

রামিয়া কৃষ্ণণঃ দময়ন্তী গভীর মনোযোগ সহকারে রাজহাঁসের মুখ থেকে নালার উপাখ্যান শুনছে

খুশবুঃ মন্দির থেকে ফেরার পথে এক মারাঠি মহিলা

শোভনাঃ ‘বাবা আসছে’ রবি বর্মার মেয়ে মহাপ্রভা

ঐশ্বর্য রাজেশঃ এক উচ্চ চিন্তাশীল নারীর ছবি, পাদুকটাইয়ের রাণী

লিসি লক্ষ্মীঃ রবি বর্মার ঘরানায় উদ্বুদ্ধ এক মালায়ালি সম্ভ্রান্ত নারীর ছবি

শ্রুতি হাসান ২ঃ কুরুপামের রাণীর পোর্ট্রেট

লক্ষ্মী মাঞ্চুঃ রাণী চিম্নাবাই ১এর পোর্ট্রেট যার নামে লক্ষ্মী বিলাস প্যালেস আছে তঞ্জোরে

চামুন্ডেশ্বরিঃ মহারাণী লক্ষ্মী বাইয়ের পোর্ট্রেট যিনি পরে ত্রিবাঙ্কুরের মহারাণী হয়েছিলেন

প্রিয়দর্শিনী গোবিন্দঃ কাদম্বরী, এক আধুনিক বাঙালী বিদুষীর পোর্ট্রেট

TwitterFacebookWhatsAppEmailShare

#Actors, #raja ravi varma, #paintings

আরো দেখুন