এবার ভারতে চালু হচ্ছে হোয়াটস্যাপের মাধ্যমে টাকা লেনদেন
এবার চ্যাটের পাশাপাশি বন্ধুবান্ধব, পরিবারজনকে আপনারা পাঠাতে পারবেন টাকাও। ভারতে চালু হচ্ছে হোয়াটস্যাপ পে, যার মাধ্যমে টাকা পাঠাতে পারবেন আপনিও।
এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া হোয়াটস্যাপকে এই সংক্রান্ত সবুজ সংকেত দিয়েছে। পর্যায়ক্রমে তারা ভারতে এই টাকা লেনদেন ব্যবস্থা চালু করতে পারবেন। ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কও ছাড়পত্র দিয়েছে হোয়াটস্যাপকে।
এই ছাড়পত্র পাওয়ার জন্য হোয়াটস্যাপকে অনেকটা সময় অপেক্ষা করতে হল। তার অন্যতম কারণ হল ডেটা লোকালাইজেশন নীতি। নিয়ন্ত্রক সংস্থাকে দরকারি আশ্বাস দেওয়ার পরই হোয়াটস্যাপ এই ছাড়পত্র পেল বলে মনে করা হচ্ছে। শীঘ্রই হোয়াটস্যাপ পে-র সুবিধা পাবেন ১ কোটি ভারতীয়।
হোয়াটস্যাপ যে দেশের ডেটা লোকালাইজেশন নীতি মেনে চলছে, তা নিশ্চিত করতে ২০১৯ সালে এনপিসিআই-কে নির্দেশ দেয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এই কারণেই আটকে ছিল হোয়াটস্যাপ পে-র লঞ্চ।