দেশ বিভাগে ফিরে যান

আবার গোর্খাল্যান্ড ইস্যুকে উস্কে দিলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী

February 13, 2020 | < 1 min read

দিল্লী নির্বাচনে বিজেপির পরাজয়ের পর বিজেপি’র রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর একটি টুইটে দার্জিলিংকে কেন্দ্র করে বাংলায় নতুন বিতর্ক শুরু হয়। 

তিনি জানান ‘২০১৪ সালের লোকসভা ভোটের প্রতিশ্রুতিগুলি দলীয় স্তরে খতিয়ে দেখা শুরু করা হবে। কারণ, এর অধিকাংশ প্রতিশ্রুতি আমরা রাখতে পারিনি। এর মধ্যে গোর্খাল্যান্ডকে অগ্রাধিকার দিয়ে, সেখানে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করাটা জরুরি।’

দার্জিলিঙের বিধায়ক নীরজ জিম্বাও একই  সুরে সুর মিলিয়ে প্রতিশ্রুতি পূরণের দাবি জানান। অবশ্য দলের শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল জানান, ‘‘এটা কেন্দ্র এবং রাজ্য নেতৃত্বের বিষয়। আমি কিছু বলতে পারব না।’’

রাজ্যের পর্যটনমন্ত্রী তথা দলের উত্তরের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব বাংলা বিভাজনের বিরুদ্ধে সুর তুলে বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, ‘‘পশিমবঙ্গের বিভাজন তো অনেক দূরের কথা। বাংলার মাটি টুকরো করার ষড়যন্ত্রকারীদের মানুষদের আমরা ছেড়ে কথ বলব না।”

সিপিএম নেতা তথা প্রাক্তন সাংসদ সমন পাঠক বলছেন, ‘‘সিএএ, এনআরসি নিয়ে পাহাড়ের মানুষ বিজেপির বিরুদ্ধে রয়েছে। এবং সেটা ভালোভাবেই বুঝতে পেরেছে বিজেপি।’’ 

প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষ ও বাংলার সংগঠনগুলিও। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Gorkhaland, #UNITED BENGAL, #Subramanium Swamy

আরো দেখুন