কলকাতা বিভাগে ফিরে যান

বৌভাতে সিএএ প্রতিবাদ

February 17, 2020 | < 1 min read

বরের পরনে লাল পাঞ্জাবি কনে লাল বেনারসি। আমন্ত্রিতদেড় জন্য অপেক্ষা করছিল এক অবাক করা বিষয়। উপহার তুলে দিতে গিয়ে দেখলেন তাঁদের হাতে দুটি প্ল্যাকার্ড। তাতে লেখা নো এনআরসি, নো সিএএ, নো এনপিআর। এভাবেই প্রতিবাদ জানালেন বসিরহাটের নবদম্পতি।

কেন ইলিয়াস সর্দার ও হোসেন আরা বুলবুল একাজ করলেন? তাদের কথায়, এই দুটি বিষয় নিয়ে মানুষ ভীত, সন্ত্রস্ত। অনেকে ভয় পাচ্ছেন ডিটেনশন ক্যাম্প যেতে। এই নিয়ে রাজনৈতিক দল প্রতিবাদ করছে তাদের মত করে। আমরা ভেবে দেখলাম বিয়েবাড়িতে এর বিরুদ্ধে প্রতিবাদ জানালে কিরম হয়? অনেকেই প্রতিবাদ জানাতে পারবেন। এই আইন নিয়ে আত্মীয় পরিজনদের সচেতন করতেই এই উদ্যোগ।

পাত্র বসিরহাট পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর। পাত্রী মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্যা। মূল মঞ্চের পেছনেও লেখা “নো এনআরসি, নো সিএএ, নো এনপিআর।” মূল গেটের সামনেই পোস্টার নিয়ে দাঁড়িয়ে নব্দম্পতি। মেনু কার্ডেও ছিল চমক। বিভিন্ন খাবারের পাশে লেখা এনআরসি বিরোধী স্লোগান।

TwitterFacebookWhatsAppEmailShare

#CAA, #NRC Protest, #NRC-CAA Protest, #basirhat

আরো দেখুন