বিনোদন বিভাগে ফিরে যান

অস্কারজয়ী বং জুন হোর সেরা পাঁচ সিনেমা

February 18, 2020 | 2 min read

এবছরের অস্কারের মঞ্চে ইতিহাস সৃষ্টি করেছে প্যারাসাইট। এই প্রথম কোনও আন্তর্জাতিক ছবি সেরা ছবির শিরোপা ছিনিয়ে নিয়েছে। দক্ষিণ কোরিয়ার এই ছবি বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মুগ্ধ করেছে। কান থেকে ক্যালিফোর্নিয়া – সমাদৃত হয়েছে ‘প্যারাসাইট’।

অস্কার মঞ্চ মাতানোর পর বং জুন হো এখন সবার কাছে পরিচিত নাম। অনেকেই হয়তো এবার তার সিনেমাগুলো দেখতে চাইবে। কোরিয়ান সিনেমার ফ্যান যারা, তারা নিশ্চয়ই ওনার কাজ দেখেছেন। তার থেকেই সেরা পাঁচ ছবি টিম দৃষ্টিভঙ্গি বেছে নিল। 

৫. দ্য হোস্ট – কোরিয়ান মনস্টার ফিল্ম। যতদুর জানি এর আগে কোরিয়ায় এমন সিনেমা হয়নি। নদীতে মন্সটার জাতীয় (যারা পলিউশনে সৃষ্টি) প্রানীর আক্রমণ ঘটে। তার মধ্যে ফেঁসে যায় একটা ফ্যামিলি। অদ্ভুত এই ফ্যামিলি কিভাবে এই ঝামেলা সামলালো সেটা নিয়েই সিনেমা। কমেডি ও হরর মিশিয়ে সিনেমাটা বোর করবে একদমই।

৪. ওকজা – আন্তর্জাতিক মঞ্চে বং জুন হোকে মানুষ বেশি চিনেছিল ওকজা দিয়ে। নেটফ্লিক্সের জন্য বানানো এই সিনেমাটি খুব দ্রুত জনপ্রিয়তা পেয়ে যায়। হিন্দি ও ইংরাজিতেও ডাব করা হয় সিনেমাটি। গল্পটি হল একটি শুয়োর জাতীয় প্রানী ও এক কোরিয়ান বাচ্চা মেয়েকে নিয়ে। কিছুটা সাই ফাই কিছুটা দুঃখ মিশিয়ে এককথায় দুর্দান্ত ছিল ওকজা।

৩. মাদার – কোরিয়ান সিনেমার সেরা থ্রিলারের মধ্যে পড়ে মাদার। কাহিনীটা হল এক বুড়ি মা ও তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে। ছেলেটি খুন হওয়ার পর শান্তশিষ্ট এই বুড়িটাই কিভাবে প্রতিশোধ নেয় সেটা নিয়েই সিনেমাটি। সাধারণত বয়স্ক মহিলাদের সিনেমায় যেভাবে দেখানো হয় তার ধারণা বদলে দিয়েছিল মাদার।

২. প্যারাসাইট – সবারই এতক্ষণে সিনেমাটি দেখা হয়ে গেছে আশা করি। ধনী দরিদ্র যতই কাছাকাছি থাকুক না কেন তাদের মধ্যে সবসময়ই থেকে যায় এক কাল্পনিক দেওয়াল। সেটা কি? তারই উত্তর খুঁজেছেন বং।

১. মেমরিস অফ মার্ডার – রাত্রিবেলা ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে সাথে লোডশেডিং? ব্যাস তাহলেই দেখতে বসে যাও এই সিনেমাটি। আমার দেখা সেরা দুই কোরিয়ান সিনেমার মধ্যে অন্যতম। সত্য ঘটনার উপর তৈরি পৃথিবীর সিরিয়াল কিলিং থ্রিলারের মধ্যে একটা বলা যায় মেমরিস অফ মার্ডার৷ দুর্দান্ত ব্যকগ্রাউন্ড স্কোর, কাহিনী আর টান টান উত্তেজনায় ভরপুর সিনেমাটি থেকে ওঠা দায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#OSCAR, #OSCAR 2020, #bong joon ho

আরো দেখুন