ইতিমধ্যেই ৭৬,০০০ দর্শণার্থী, সুপারহিট বিশ্ব বাংলা গেট
গত এক বছরে ৭৬,০০০ জনেরও বেশি দর্শণার্থী বিশ্ব বাংলা গেট এবং বিশ্ব বাংলা রেস্তোঁরায় এসেছেন।
মোট দর্শণার্থীর মধ্যে, ক্যাফে একান্তে রেস্তোঁরাটিতে ৩৮,০০০ জন লোক এসেছেন এবং বাকিরা গ্যালারি দেখতে।
নিউ টাউনের অন্যতম বড় আকর্ষণ হিসাবে উঠে এসেছে এই বিশ্ব বাংলা গেট। গত বছর ২রা ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল এই গেট।
বিশ্ব বাংলা গেট যেতে হলে অনলাইনে টিকিট বুক করতে হয় এবং প্রবেশ মূল্য ১০০ টাকা। একসাথে ৪৫ জন উঠতে পারবেন। গেটের ওপর ১ ঘন্টা থাকা যাবে। এখানে একটি কফিশপ রয়েছে যেখানে স্ন্যাক্স বিক্রি হয়। পাশাপাশি একটি সেলফি জোন রয়েছে। গেটটি দুপুর বারোটায় খোলে এবং সন্ধ্যা ৬টায় বন্ধ হয়। গ্যালারি থেকে দর্শনার্থীরা শহরের সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন।
এখানকার ঝুলন্ত রেস্তোঁরা ভারতে অনন্য। রেস্তোঁরাটি ৫০ আসন বিশিষ্ট। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকে।