বিনোদন বিভাগে ফিরে যান

তাপস পালের সেরা ৫টি ছবি

February 18, 2020 | < 1 min read

প্রয়াত অভিনেতা তাপস পাল। হৃদরোগে আক্রান্ত হয়ে ভোররাতে মুম্বইয়ের হোলি চাইল্ড হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১ বছর।

তাপস পালের মৃত্যুতে যেন ইন্দ্রপতন ঘটল টলিউডে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ। কলেজে পড়াকালীন নজরে পড়েন পরিচালক তরুণ মজুমদারের। ২২ বছর বয়সে মুক্তি পায় প্রথম ছবি ‘দাদার কীর্তি’। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।

উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘সাহেব’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘পারাবত প্রিয়া’, ‘ভালোবাসা ভালোবাসা’। ‘সাহেব’ ছবির জন্য পান ফিল্ম ফেয়ার পুরস্কার। বাংলার পাশাপাশি তাপস পাল অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেন ‘অবোধ’ ছবিতে।

টিম দৃষ্টিভঙ্গি বেছে নিল তাপস পাল অভিনীত সেরা ৫টি ছবি। দেখুন:

TwitterFacebookWhatsAppEmailShare

#Tapas Paul, #Tapas Pal, #bengal film, #Tollywood

আরো দেখুন