প্রযুক্তি বিভাগে ফিরে যান

স্যামসাং এর নতুন ফোন, ভাঁজ করে হাতের মুঠোয় নেওয়া যাবে

February 18, 2020 | < 1 min read

স্যামসং অস্কার ঘোষণার সময় গ্যালাক্সি জেড ফ্লিপের বাণিজ্যিক প্রচার করে। এটি ফ্লিপ-ফোল্ডেবল স্মার্টফোন। যা সান্সফ্রান্স আজ সান্সফ্রান্সিসকোর আনপ্যাক্ড ইভেন্টে প্রকাশ্যে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

ফোনের নামটি প্রকাশ না করেই আনপ্যাকড ২০২০ এর জন্য একটি বিজ্ঞাপনে নতুন ভাঁজ করা স্মার্টফোনটি দেখানো হয়েছে।

ইতিমধ্যে মটোরোলা রেজর মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করা শুরু করেছে। স্যামসাং এর নতুন ফোনটি হাতের চেটোর সাইজের। মনে করা হচ্ছে এই ফোনের নাম হতে পারে গ্যালাক্সি জেড ফ্লিপ।

স্যামসাং সম্পূর্ণ নতুন ধরনের ইউজারকে টার্গেট করে এই ফোনটি তৈরি করছে। দাম কত হতে পারে? জানা যাচ্ছে, ভারতে বাজারে ফোনটির দাম হতে পারে ৯৯,৮৬৯ টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Samsung, #SamsungGalaxy, #FlipFlop

আরো দেখুন