শিবঠাকুরের ছবি এঁকে উগ্র হিন্দুত্ববাদীদের রোষে শিল্পী তৌসিফ হক
বর্তমান সময়ের অন্যতম শিল্পী তৌসিফ হকের ওপর নেমে এলো উগ্র হিন্দুত্ববাদীদের আক্রমণ৷
শিবরাত্রি উপলক্ষে শিব ঠাকুরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শিল্পীর নিজ ভাবনায় এক ছবি পোস্ট করেন তৌসিফ এবং নিজের কথা নিজের ভাবনার কথা জানান বাঙালির শিব সম্পর্কে। ক্যাপশনে শিল্পী তাঁর নিজের ভাবনার বহিঃপ্রকাশ করে লেখেন:
‘বাঙালি সমাজ এমন ভুঁড়িওয়ালা শিবকেই নিজের দেবতা মেনে এসেছে। যিনি সাধারণ মধ্যবিত্ত, পরিশ্রম করে কোনওমতে সংসার চালান। যাঁর সিক্স প্যাকের পেশিবহুল শরীর নেই। আমাদের শিবঠাকুর পাতলা গোঁফযুক্ত। ইদানীং যে পেশিবহুল, জিমে যাওয়া শিব দেখা যায়, তিনি বাঙালির শিবঠাকুর নন, হিন্দি বলয় থেকে আমদানি করা শিব।’
বেশ কিছু উগ্র হিন্দুত্ববাদীরা শিল্পীকে আরবি নামধারী হয়ে কেন শিবঠাকুরের ছবি আঁকবেন কেন তার জবাব চাইতে থাকে কমেন্টবক্সে। এবং নানা অদ্ভুত উগ্র যুক্তিতে তাঁর ওয়ালে তথাকথিত ধর্মরক্ষকেরা হানা দেন। তাঁকে আক্রমণ করা হয়। শেষপর্যন্ত রিপোর্ট করে তাঁর প্রোফাইল উড়িয়ে দেওয়া হয়।
দীর্ঘ এক দশকের বেশি তার চিত্রভাবনা শিল্প কলা ক্ষেত্রে তৌসিফের সৃষ্টি নজির স্থাপন করেছে। শিল্পীজীবনে কোনওদিন কোনও ধর্মীয় গোঁড়ামির আশ্রয় নেন নি অথচ আজ তাকেই শিকার হতে হল সস্তা ধর্মীয় গোঁড়ামির উগ্রতায়। ভিন্ন ধর্মালম্বীর হলেও অসংখ্য পুজো সংখ্যার কভার এঁকেছেন, হিন্দু-দেবদেবীদের ছবি আঁকার ক্ষেত্রে তাঁর মুন্সিয়ানা নজর কেড়েছে বাংলার সাহিত্য সংস্কৃতি চর্চার ভক্তদের।
তৌসিফের ওপর এই আক্রমণ ও তার পরিণতি আবার আমাদের মনে প্রশ্নের সঞ্চার করেছে। ব্যক্তি স্বাধীনতার ওপর এই আক্রমণ কবে বন্ধ হবে? ধর্মীয় উগ্রবাদ ও অসহিষ্ণুতার এই পরিবেশ থেকে কবে মুক্তি পাবে শিল্প? ইতিমধ্যেই প্রতিবাদে, সমালোচনায় সরব হয়েছেন বাংলার শিল্পী-সুশীল সমাজ: