দেশ বিভাগে ফিরে যান

রণক্ষেত্র রাজধানী! নিহত হেড কনস্টেবল

February 24, 2020 | < 1 min read

সিএএ প্রতিবাদকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হল দিল্লি। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ফের রণক্ষেত্রে পরিণত হল উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ এলাকা। যাঁর আঁচ দ্রুত ছড়িয়ে পড়ে অন্যত্রও। শহরের ভজনপুরা ও মৌজপুরে সিএএ বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে তুমুল সংঘর্ষ হয়। একে অপরকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে দু’পক্ষই। ভজনপুরাতে পুলিশের জিপ ও একটি রিকশা জ্বালানোর অভিযোগ উঠেছে। দু’পক্ষের সংঘর্ষের মাঝে নিহত হয়েছেন দিল্লি পুলিশের এক হেড কনস্টেবল। গোকুলপুরী এলাকায় আহত হয়েছেন এক ডিসিপিও।

জাফরাবাদ এলাকায় বন্দুক হাতে এক যুবককে দেখা যায়। অভিযোগ, মোট আটবার গুলি চালিয়েছে সে। এমনকী ভাইরাল এক ভিডিয়োতে পুলিশকর্মীকে লক্ষ্য করেও বন্দুক শাসাতে দেখা যায় ওই দুষ্কৃতীকে। যদিও তৎক্ষণাৎ কোনও ব্যবস্থা নিতে পারেননি ওই পুলিশকর্মী। মৌজপুর মেট্রো স্টেশনের সামনে এবং কবীর নগর এলাকাতেও অশান্তির খবর মিলেছে। ভাইরাল কিছু ভিডিয়োতে একদল যুবককে ‘জয় শ্রী রাম’ বলতে শোনা গেছে।

আতঙ্কের আবহ সারা দিল্লি জুড়ে

TwitterFacebookWhatsAppEmailShare

#CAA-NPR-NRC Protest, #JAFRABAD, #MAUJPUR, #CAA Protest, #NRC-CAA Protest, #CAA Protests, #delhi, #Delhi Police, #New Delhi, #NRC, #CAA-NRC Protest

আরো দেখুন