← কলকাতা বিভাগে ফিরে যান
সাম্যের গানে মানবতার বার্তা খিদিরপুর বস্তির
কলকাতার খিদিরপুর এলাকার এক জনৈক র্যাপার মিনাজ খান সম্প্রতি চলে এসেছেন খবরের শিরোণামে। সৌজন্যে ওনার লেখা একটি গান। দেশজুড়ে যখন অসহিষ্ণুতার পরিবেশ, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করার ষড়যন্ত্র প্রকট, সেই প্রেক্ষাপটে সাম্যের গানে মানবতার বার্তা দিয়েছেন মিনাজ।
ইতিমধ্যেই মিজের গান ‘খিদিরপুর বস্তি’ ইউটিউবে ভাইরাল হয়েছে। প্রায় ৮০ হাজার লোক এই ভিডিওটি দেখেছেন।
ভিডিওতে আমরা দেখতে পাই মিনাজ খান লোকেদের নিজের বস্তি খিদিরপুরের সাথে পরিচয় করাচ্ছেন। উঠে এসেছে স্থানীয় এলাকার নানা চিত্র। তিনি বলছেন, এখানে মুসলমান দুর্গাপুজো পালন করে, হিন্দুরা অংশ নেন মহরমে। রাজনীতির উর্দ্ধে ভাতৃত্ববোধই এখানে সর্বোপরি।
দেখুন ভিডিওটি: