রাজ্য বিভাগে ফিরে যান

স্বচ্ছতায় দেশের সেরা কলকাতা বিমানবন্দর

February 24, 2020 | < 1 min read

এয়ারপোর্ট অথিরিটি অফ ইন্ডিয়ার পরিচালিত বিমানবন্দরগুলির মধ্যে স্বচ্ছতায় সেরার শিরোপা পেল দমদম বিমানবন্দর। এই তালিকায় কলকাতা পেছনে ফেলল চেন্নাই এবং জয়পুরকে। স্বচ্ছতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে চেন্নাই এবং জয়পুর বিমানবন্দর।

স্বচ্ছতা অ্যাওয়ার্ড ২০১৯ প্রকাশ করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সেখানে স্বচ্ছ ও নিরাপদ বিমানবন্দর হিসেবে শীর্ষে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেশের বড় ১৩টি বিমানবন্দরের মধ্যে আটটির পরিচালনা করে এয়ারপোর্ট অথিরিটি অফ ইন্ডিয়া। এগুলি হল কলকাতা, চেন্নাই, জয়পুর, অহমদাবাদ, পুনে, গোয়া, গুয়াহাটি এবং লখনউ। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং কোচিন বেসরকারি বিমানবন্দর।

দেশের সেরা কলকাতা বিমানবন্দর

টার্মিনাল ও শৌচালয়ের পরিচ্ছন্নতার জন্য এই শিরোপা জিতল কলকাতা। এখানকার শৌচালয়ের অবস্থা নিয়ে যাত্রীদের আগে অনেক ক্ষোভ ছিল। গত বছরের মাঝামাঝি ছবিটা বদলাতে শুরু করে। একাধিক নয়া পদক্ষেপ করেই সাফল্য এসেছে বলে মনে করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Airport, #Swachh Airport, #Netaji Subhas Chandra Bose International Airport, #Dumdum Airport, #Kolkata

আরো দেখুন