দেশ বিভাগে ফিরে যান

বাতিলের মুখে ২০০০ টাকার নোট? গুজব না সত্যি?

February 26, 2020 | < 1 min read

২০১৬ সালের স্মৃতিকে আবারও তাজা করতে কি ফের হতে চলেছে নোট বন্দি। এমনটাই আশঙ্কা করছে অনেকে। সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি করে ২০১৬ সালের নভেম্বর মাসে রাতারাতি বাতিল হয়ে গিয়েছিল ৫০০ এবং ১০০০ টাকার নোট। আবারও নাকি সেরকমভাবেই বাতিল হতে চলেছে ২০০০ টাকার নোট।

দেশকে দুর্নীতি মুক্ত করতে এবং কালো টাকার কারবার রুখতে বাতিল হয়েছিল ৫০০ এবং ১০০০ টাকার নোট। এর পরিবর্তে বাজারে এসেছিল নতুন ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ২০০০ টাকার নোট। তবে সুত্রেরর খবর অনুযায়ী ২০০০ টাকার নোটেও অবলীলাক্রমে চলছে কালোবাজারি। ফলে আবারও হয়ত বাতিল হয়ে যেতে পারে ২০০০ টাকার নোট।

যদিও বর্তমানে ২০০০ টাকার নতুন নোট ছাপানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের অর্থমন্ত্রক। অনেক এটিএম এ আর পাওয়া যাচ্ছেনা ২০০০ টাকার নোট। ফলত ২০০০ টাকার নোট নিয়ে আশঙ্কা বেড়েই চলেছে গ্রাহকদের মধ্যে। যদিও আরবিআই এর তরফে কোনও রকম কোনও নির্দেশিকা পাওয়া যায়নি এই মর্মে। যদিও বর্তমানে দেশের মোট টাকার ৫১% হল ৫০০ টাকার নোট এবং ৩১.২% হল ২০০০ টাকার নোট।

তবে ২০০০ টাকার নোট বাতিলের কোনও নির্দেশিকা নেই বর্তমানে। ফলে সাধারণ মানুষের আতঙ্কিত হবার এখনই কিছু নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#demonetisation, #notebandi, #note ban, #Rs 2000

আরো দেখুন