বাংলায় মরফিন ভাইরাসের প্রকোপ? ছড়ালো ভিডিও
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে একটি মেসেজ ঘুরছে
‘‘বাঁকুড়াতে মরফিন ভাইরাস পোঁছে গেছে ৷ এখন পর্যন্ত অনেক মানুষকে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করা হয়েছে। যদি এটা এইভাবেই চলতে থাকে তবে অতিশীঘ্রই লক্ষ্ লক্ষ্ মানুষ মারা যাবে এক সপ্তাহের মধ্যে৷ আপনারা কেউ এক কেজির উর্ধে মাছ বর্তমানে এক মাস পর্যন্ত খাবেন না এবং বাচ্চাদেরকে এর থেকে দূরে রাখবেন।’’
শুধু বাঁকুড়া নয়। বাংলার বিভিন্ন জেলার নাম দিয়েও এই মেসেজটি অনেকেই পেয়েছেন হোয়াটস্যাপে। সত্যি কি মরফিন ভাইরাসের প্রকোপ দেখা গেছে বঙ্গে?
বাস্তবঃ
অপ্রাসঙ্গিক ভিডিও শেয়ার করে রাজ্যে মরফিন ভাইরাসের গুজব ছড়ানো হচ্ছে। বেশ কয়েক বছর আগে এইরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছিল। বাঁকুড়া সহ বাংলার কোনও জেলায় মরফিন নামে কোনও ভাইরাসের প্রকোপ দেখা যায়নি।
এর সঙ্গে মাছ খাওয়ার কোনও যোগ নেই। আগে মাছের দেহ থেকে বেরনো নিমাটোডের ভিডিও শেয়ার করে এরকম ভুয়ো দাবি করা হচ্ছিল।