১৫০ বছরের জন্মদিনে প্রবলভাবে উপেক্ষিত
আর তিন বছরে পা দিলে সম্পূর্ণ হবে ১৫০ বছর। কেউ মনে রাখেনি। এই ভুলে যাওয়ার মধ্যেই ২৪শে ফেব্রুয়ারি ১৪৭ বছর সম্পূর্ণ করলো কলকাতা ট্রাম কোম্পানি। এমনকি ওই সংস্থার অনেকেও এই বিষয়ে জানেন না।
১৮৭৩ সালের ২৪শে ফেব্রুয়ারি কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম শুরু হয়। এই ট্রাম চলেছিল শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত। এই দূষণের যুগে আজও দূষণমুক্ত এই ট্রাম। পশ্চিম দুনিয়ায় ট্রামের কদর বেড়ে চলেছে। আর ঠিক উল্টোপথে হাঁটছে কলকাতা। এখানে যুক্তি ট্রামের ফলে যানজট হয়।
এখন ট্রামের রুট ২৫ থেকে কমে ৭ এ দাঁড়িয়েছে। তাও টাইম মেনে চলেনা। দুই কামরার এই যান আপাতত ইতিহাসের পাতায়। নামতে চলেছে এক কামরার এসি, নন এসি ট্রাম।
এই মুহূর্তে যে রুটগুলি চালু আছে, সেগুলি হল, শ্যামবাজার – ধর্মতলা, হাওড়া ব্রিজ – শ্যামবাজার, বিধাননগর – হাওড়া ব্রিজ, রাজাবাজার – বিধাননগর, গড়িয়াহাট – এসপ্ল্যানেড, খিদিরপুর – শহীদ মিনার ও বালিগঞ্জ – টালিগঞ্জ। সব মিলিয়ে মোট ৩০টি ট্রাম চলে। এর থেকে আয় দিনে ৭০ থেকে ৭৫ হাজার টাকা। অনেক আয়জনক রুট বন্ধ হওয়ার ফলে আজ ধুঁকছে নিগম।