বিবিধ বিভাগে ফিরে যান

লিপ ইয়ারে যে বিখ্যাত মানুষদের জন্ম

February 29, 2020 | < 1 min read

লিপ ইয়ার প্রতি চার বছর পরপর আসে। স্বভাবতই মনে প্রশ্ন জগতে পারে, এদিন যাদের জন্ম তারা জন্মদিন পালন করবেন কীভাবে? 

জন্ম ২৯ ফেব্রুয়ারি – বিশ্বে এমন মানুষের সংখ্যা প্রায় ৪০ লাখ। আমরা বাঙালী হলেও সাধারণত বাংলা ক্যালেন্ডার দেখে দিবস বা তিথি পালন করি না। ইংরেজি ক্যালেন্ডার মেনে চলাতেই আমরা অভ্যস্ত। সেক্ষেত্রে ২৮ ফেব্রুয়ারি অথবা ১ মার্চ যে কোনো একটা দিন বেছে নিতে হবে আপনাকে। কিন্তু কোনটা বেছে নেবেন?

যদি ২৮ ফেব্রুয়ারি মধ্যরাতের পর জন্ম হয় তাহলে জন্মদিন পালন করতে পারেন ২৮ তারিখ। আর যদি ২৯ ফেব্রুয়ারি মধ্যরাতের পর জন্ম হয়, তাহলে জন্মদিন পালন করতে পারেন ১ মার্চ। এখন প্রশ্ন হলো জন্ম যদি ২৯ ফেব্রুয়ারি দিনে হয়? তাহলে আর কিছুই করার নেই, জন্মদিন পালনের জন্য হয় ১ মার্চ, নয় ২৮ ফেব্রুয়ারি বেছে নিতে হবে।

লিপ ইয়ারে জন্ম এমন কিছু বিখ্যাত মানুষ হলেন

জন বায়রম (কবি), 

জিওয়াচিনো রসিনি (ইতালিয়ান সঙ্গীতজ্ঞ), 

স্যার ডেভ ব্রেইলসফোর্ড (ব্রিটিশ সাইক্লিস্ট ও কোচ), 

অ্যালান রিচার্ডসন (ব্রিটিশ সঙ্গীতকার), 

ড্যারেন অ্যামব্রোস (ব্রিটিশ ফুটবলার), 

মোরারজি দেসাই (ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী)। 

সুপারম্যান চরিত্রের জন্মও হয় এই দিনে।

TwitterFacebookWhatsAppEmailShare

#leap year, #LeapDay2020, #LeapYear2020, #birthday, #famous peoples

আরো দেখুন