বসন্তের বজ্রনির্ঘোষ – শিল্পীদের সমবেত প্রতিবাদ কলকাতায়
“বসন্তের বজ্রনির্ঘোষ” – আজি বসন্ত জাগ্রত দ্বারে। বসন্ত এমনই এক ঋতু যা আমাদের জীবনকে রাঙিয়ে দিয়ে যায় নব যৌবনের রঙে। জীর্ণ, পুরাতনকে ঝেড়ে ফেলে আমরা প্রস্তুত হই নতুনের জন্য। সেই লক্ষ্যেই কলকাতায় অনুষ্ঠিত হল এক অভূতপূর্ব সাংস্কৃতিক সন্ধ্যা।
এই নতুন রঙে রেঙে ওঠার উৎসবই ‘কোরাস ২০২০’। আয়োজক – সিটিজেন স্পিক ইন্ডিয়া। আজ সন্ধ্যাবেলা বিভিন্ন অভিনেতা, সংগীতশিল্পী, কবি এবং নৃত্যশিল্পীরা তাদের শিল্পের মাধ্যমে সমাজের বর্তমান অবস্থার বিষয়ে নিজেদের মনের কথা বলবেন। নজরুল মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আদিত্য এবং খেয়া, অনির্বাণ ভট্টাচার্য্য, অনুপম রায়, অপর্ণা সেন, বিদীপ্তা চক্রবর্তী এবং শতদল, দেবজ্যোতি মিশ্র, দীপাংশু আচার্য্য, গাবু, ইমন চক্রবর্তী, জয় গোস্বামী, রূপম ইসলাম, পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রীজাত, শিলাজিৎ, সোমলতা, শ্রীকান্ত আচার্য, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, ঋদ্ধি ও সুরঙ্গনা, কৌশিক ও রেশমি সেন, মেঘনাদ ভট্টাচার্য, কৌস্তভ বন্দ্যোপাধ্যায়।
আয়োজক সিটিজেন স্পিক ইন্ডিয়ার মতে, আমাদের দেশ এখন এক অস্থির সময়ের সম্মুখীন। তাই, শিল্পের মাধ্যমে আমাদের মূল্যবোধ, চিন্তাভাবনা এবং আত্মপ্রত্যয় পুনরুদ্ধারের সঠিক মুহূর্ত এটি।