সাবধান – দোলের রঙ ক্ষতি করতে পারে ত্বকের
ওরে গৃহবাসী কিম্বা রাঙিয়ে দিয়ে যাও যাও এই সব সুর এখন গুন গুন করছেন মনে মনে। নাকি দোল মাতাতে অন্য কিছু স্পেশাল প্ল্যান রয়েছে আপনার মাথায়। দোল খেলতে নামার আগে কয়েকটা টিপস একবার ঝালিয়ে নিন। এগুলো করলে আপনার দোল খেলাটা আরও অনেক সহজ হবে।
টিম দৃষ্টিভঙ্গি তাই ত্বক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে আপনাদের জন্য টিপস হাজির করছে।
দোল খেলতে নামার আগে
দোল খেলতে বেরনোর অন্তত মিনিট দশেক আগে আগে মুখে, গলায়, ঘাড়ে, হাতে ওয়াটার প্রুফ সানস্ক্রিন বা ভারী ময়শ্চারাইজার লাগিয়ে নিন। কারণ ভর দুপুরে রাস্তায় যখন দোল খেলায় মেতে থাকবেন তখন কিন্তু ইউভি রে পুরো মাত্রায় বেরোবে। তাই সেটাকে আটকানোর জন্য এই সানস্ক্রিন কিন্তু কাজ করবে। এছাড়া সারা শরীরে ভাল করে অলিভ অয়েল, নারকেল তেল, আমন্ড তেল বা সর্ষের তেল পুরু করে মেখে নিন।
চোখ ও ঠোঁটের যত্ন
চোখের চারপাশেও ভালো করে তেল লাগাবেন। কারণ রঙ তোলার সময় এই জায়গায় বেশি চাপ দিয়ে সেটা না তোলার চেষ্টা করা উচিত। তাই তেলটা ঠিক করে লাগানো থাকলে রঙ তুলতে সুবিধা হবে। ঠোঁটের ক্ষেত্রেও তাই একটু মোটা করে ভেসলিন লাগিয়ে নিন। রঙ যেন কোনও ভাবে মুখের ভেতরে না যায় সেটা লক্ষ্য রাখবেন।
চুলের যত্ন
চুল ও মাথার তালুতে ভাল করে নারকেল তেল বা ক্যাস্টার অয়েল মেখে নিন। যত মোটা তেল হবে তত ভালো। রঙ খেলতে যাওয়ার আগে ভুলেও শ্যাম্পু করা চুলে খেলতে যাবেন না। তাহলে আপনি হয়ত সেলফিতে কুইন এলেন, কিন্তু চুলটার বারোটা পাঁচ বেজে যাবে।
বড় পোশাক পড়ুন
যত ঢাকা পোশাক পড়ে রঙ খেলবেন ততই ভালো কারণ তাতে আপনার শরীর ঢাকা থাকবে। রঙ মাখার পর সরাসরি রোদ লাগলে আরও চেপে শরীরে বসে যায়। তাই লম্বা হাতা পোশাক ও পাজামা রঙ খেলার জন্য সেরা পোশাক।
রঙ বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক হন
কেমিক্যাল রঙের প্রতি হয়ত একটা আকর্ষণ থাকতে পারে কিন্তু সেটা পারলে পুরোপুরি এড়িয়ে চলুন। ফুলের তৈরি আবির ব্যবহার করুন। ব্যবহার করুন ভেষজ রঙ। এখন কিন্তু এগুলো আপনার পাড়ার রঙের দোকানেও পাওয়া যায়। সুতরাং এবারের দোলে আপনার ট্যাগলাইন হোক ‘গো হার্বাল’।