ভ্রমণ বিভাগে ফিরে যান

উইকএন্ডে ঘুরে আসুন সবুজে ঘেরা ভালকি মাচান থেকে

March 10, 2020 | < 1 min read

শাল, পিয়াল, সেগুনের ছায়ায় হারিয়ে যেতে চান? উইকএন্ডের দুটো দিনে জঙ্গলের শব্দ শুনতে চান? কিংবা জলাশয়ের মাঝে বোটিংয়ে প্রেমসফর? চলুন আউশগ্রামের ভালকি মাচান।

চাপ চাপ ঘন জঙ্গল। শাল, পিয়াল, সেগুনের ছায়ায় প্রেমের হাতছানি। গভীর অরণ্যে সুন্দরী ভালকি মাচান। শব্দ দানবের হুঙ্কার নেই। কোলাহল নেই। আছে শুধু পাখির ডাক, বনের শুকনো পাতার মর্মর ধ্বনি। পাশেই নজর মিনার। ভিতরে গভীর সুড়ঙ্গ। 

বর্ধমানের রাজা অবসর কাটাতে ও শিকার করতে নজর মিনারে যেতেন। বন্দুক হাতে শিকারের জন্য অপেক্ষা করতেন রাজা। নীচে পাতা থাকত ফাঁদ। সেই ফাঁদে আটকে রাখা হত ছাগল বা অন্য কোনও প্রাণী। সে সব এখন ইতিহাস, গল্পকথা। 

সেই গহন বনে মানুষের বাস বেড়েছে। কমেছে জঙ্গলের ঘনত্ব ও পরিধি। তবুও সবুজালিতে এখনও খেলে বেড়ায় ভাল লাগা। সাঁ করে পৌছে যান পূর্ব বর্ধমানের আউশগ্রামের ভালকি মাচানে। মাচানের মধ্যেই জলাশয়। তাতে বোটিংয়ের ব্যবস্থা।

কি ভাবে যাবেন 

হাওড়া থেকে ট্রেনে গেলে নামতে হবে গুসকরা স্টেশনে। স্টেশনের স্ট্যান্ড থেকে গাড়িতে ১৮ কিলোমিটার। রাস্তা ভাল। মসৃণ পথে ছুটবে গাড়ি। দুপাশে নয়নাভিরাম দৃশ্য। মাচানে পিকনিক করার ভাল জায়গা।

কোথায় থাকবেন 

মাচানে থাকার এসি, নন-এসি, ডাবল বেড, ট্রিপল বেড বা চার বেড সহ ১৩টি বেডের ডরমেটরি রুম ভাড়া পাওয়া যায়। নন এসি টু বেডের ভাড়া ৯৫০ টাকা। এসি রুমের ভাড়া ১২৫০ টাকা। নন এসি থ্রি বেডের ভাড়া ১১০০ টাকা। এসি রুমের ভাড়া ১৪০০ টাকা। ১৩ বেডের নন এসি রুমের ভাড়া ২৫০০ টাকা।

খাবারের প্যাকেজ নেওয়া যেতে পারে। পাশাপাশি রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে। উপরি পাওয়া আদিবাসী নৃত্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tourism Department, #FOREST, #BHALKI MACHAN, #GOVT OF WEST BENGAL

আরো দেখুন