দেশ বিভাগে ফিরে যান

আবার নোটবন্দি? ১০০ টাকার নতুন নোট নিয়ে আসছে আরবিআই

March 11, 2020 | < 1 min read

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শীঘ্রই ১০০ টাকার নতুন নোট জারি করতে চলেছে৷ এই নোটের বিশেষত্ব হচ্ছে এটা সহজে ছিড়বে না৷ বর্তমানে যে নোট বাজারে রয়েছে তার চেয়ে দ্বিগুণ টেকসই হবে এই নোট৷ পাঁচটি শহর সিমলা, জয়পুর, ভূবনেশ্বর, মাইসুরু ও কোচি আপাতত পরীক্ষামূলক ভাবে ১০০ টাকার নতুন নোট জারি করার অনুমোদন দেওয়া হয়েছে। 

নতুন নোট সাবধানে রাখার কোনও দরকার পড়বে না ৷ কারণ এই নতুন নোট সহজে ছিড়বে না ৷ এমনকি জলে ভিজলেও গলে যাবে না৷ কারণ এর উপর বার্নিশ পেন্ট করা থাকবে ৷

ভারত প্রথম দেশ নয় যেখানে বার্নিশ নোট ব্যবহার করা হবে ৷ বর্তমানে একাধিক দেশে বার্নিশ নোট ব্যবহার করা হচ্ছে ৷ এবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দেশে এই নোট ব্যবহার করার কথা ভাবছে ৷ নোটগুলি যাতে নোংরা না হয় সেই জন্য অন্য দেশে প্লাস্টিক নোটও ব্যবহার করা হয়ে থাকে৷

বর্তমানে যে নোট ব্যবহার করা হয় তা খুব শীঘ্রই নষ্ট হয়ে যায় ৷ এই নোটগুলি শীঘ্রই কেটে বা ছিঁড়ে যায় ৷ রিজার্ভ ব্যাঙ্ককে প্রতি বছর লক্ষ কোটি টাকার নোট কাটা বা ছিঁড়ে যাওয়ার জন্য বদলাতে হয় ৷ সাধারণত প্রত্যেক পাঁচটি নোটের মধ্যে একটি নোট প্রতি বছর পাল্টাতে হয় ৷ এর জন্য একটি মোটা অঙ্কের টাকা খরচ করতে হয় ৷ এই সমস্যা দূর করার জন্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে আরবিআই-এর তরফে।

TwitterFacebookWhatsAppEmailShare

#100note, #RBI, #SEBI

আরো দেখুন