← বিনোদন বিভাগে ফিরে যান
জনপ্রিয়তার শিখরে শ্রীময়ী, এবার তৈরি হবে ছ’টি ভাষায়
বাংলা ধারাবাহিক ‘শ্রীময়ী’র জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, ছ’টি আঞ্চলিক ভাষায় এই ধারাবাহিকটি তৈরি হচ্ছে। হিন্দি, মরাঠি, কন্নড়, তেলুগু, মালয়ালম এবং তামিল, ছ’টি ভাষায় এটি দেখানো হবে।
এর মধ্যে মরাঠিতে ইতিমধ্যেই সিরিয়ালটি শুরু হয়ে গিয়েছে। বাংলা ধারাবাহিকের প্রযোজক ও চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘‘মরাঠিতেও এটি এক নম্বর শো।’’ হিন্দি ধারাবাহিকের নাম ‘অনুপমা’।
অনেক দিন পরে লিড চরিত্রে দেখা যাবে রূপালি গঙ্গোপাধ্যায়কে। যিনি ‘সারাভাই ভার্সাস সারাভাই’ ধারাবাহিকের জন্য এক সময়ে জনপ্রিয় হয়েছিলেন। বাংলা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাণী হালদার। লীনার সঙ্গে এটিই তাঁর প্রথম কাজ।