সমকামী যৌন হেনস্থা রোখার পথে রাজ্য
সময়ের সাথে সাথে বদলেছে যৌন নির্যাতনের প্রকৃতিও। নারীর ওপরই পুরুষরা শুধু যৌন নির্যাতন করছে তাই নয়। আজকাল পুরুষরাও হচ্ছে যৌন নির্যাতনের শিকার।সম্প্রতি কলেজ ছাত্রের পায়ূতে সেক্স টয় ঢুকিয়ে অত্যাচারের ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করে।
সেই কারনেই সমকামী, উভকামী নির্যাতনের শিকার হওয়া ব্যক্তির শারীরিক পরীক্ষা ও মানষিক ভারসাম্য রক্ষায় কি কি করা উচিৎ সে বিষয়ে সরকারি স্তরে মেডিক্যাল অফিসারদের প্রশিক্ষন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।
এই বিষয়ে জরুরী নির্দেশনামা জারী করে ডিএইচএস ও ডিএমই। ৩০ টি ব্যাচে প্রশিক্ষন দেওয়া হবে। ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স প্রোগ্রামের আওতায় প্রশিক্ষন কমিটিতে থাকবেন বিভিন্ন মেডিক্যাল কলেজের ফরেন্সিক মেডিসিন এবং টেকনোলজির বিভিন্ন বিভাগীয় প্রধানরা।
ভিএইচএস ও ডিএমই এ বিষয়ে মডিউল পাঠিয়েছে আহ্বায়কদের। যৌন হেনস্থার রকমফের ও তার আইন এই মডিউলের বিষয়বস্তু। মডিউলটি বানিয়েছেন বিভিন্ন মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগের ২০ জন অধ্যাপক ও বিশেষজ্ঞরা।
ব্যক্তি লিঙ্গ বিশেষে সমকামী না উভকামী তা চিহ্নিতকরণের বিষয়ে জোড় দেওয়া হয়েছে মডিউলে।