করোনা ভাইরাসে আক্রান্ত বিখ্যাত কিছু ব্যক্তিত্ব
করোনা ভাইরাস এখন পৃথিবীর চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবীতে মানুষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। ভারতবর্ষতেও অনেক মানুষ আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত কোনও প্রতিষেধক আবিষ্কার না হলেও অনেক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
করোনা থেকে বাঁচার বিভিন্ন উপায় বাতলে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্তের অনুপাতে মৃত্যুর হার সেরকম ভয়ঙ্কর না হলেও এটিকে মারণ রোগ বলা যায়। বন্ধ হয়েছে আমাদের দেশের বিভিন্ন শহরের বিভিন্ন স্কুল বা অফিস।
করোনার প্রকোপ থেকে রেহাই পাননি তারকারাও। দেখে নিন তালিকা:
টম হ্যাঙ্কস ও রিটা উইলসনঃ বর্ষীয়ান এই বিশ্বখ্যাত অভিনেতা দম্পতি এই রোগে আক্রান্ত। এনারাই প্রথম তারকা দম্পতি যারা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে নেন।
সোফি ট্রুডূঃ ২০২০ সালে কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী এই ভাইরাসে আক্রান্ত হন। ট্রুডুর দপ্তর মেনে নেয় যে প্রধানমন্ত্রীর স্ত্রী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রুডি গোবার্টঃ এই বেসবল তারকা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে এবছর দল থেকে বাদ পড়েছেন।
ফ্যাবিও উইনগার্টেনঃ ব্রাজিলের কমিউনিকেশন ডিরেক্টর এই ভাইরাসে আক্রান্ত। রাষ্ট্রপতির সবথেকে কাছে থাকা এই ব্যক্তির প্রথম এই রোগ ধরা পড়ে। কয়েকদিন আগেই ওনার সাথে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেছে।
ড্যানিয়েল রুগানিঃ এই ইতালীয় ফুটবল তারকা এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন। তিনি সকলকে আশ্বস্ত করেছেন তিনি ভালো আছেন।
মিকেল আর্তেতা: আর্সেনাল দলের হেড কোচ এই রোগের দ্বারা আক্রান্ত হয়েছেন। এর জন্য তাঁদের ক্লাবের অনুশীলন বন্ধ রাখা হয়েছে।
জের বলসোনারোঃ সম্প্রতি ব্রাজিলের রাষ্ট্রপতি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।