করোনা থেকে বাঁচার পথ দেখাচ্ছে বাঙালী বিজ্ঞানী
করোনা ভাইরাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি হিসেবে আখ্যা দিয়েছে। সারা বিশ্বের বিজ্ঞানী, আমেরিকা, কানাডা, ইজরায়েল ও ভারতের বিজ্ঞানীরা এই মারণ ভাইরাসের প্রতিষেধক খুঁজতে হন্যে হয়ে যাচ্ছে।
এরকমই একজন হলেন বাঙালী বিজ্ঞানী যিনি কানাডার প্রতিষেধক অনুসন্ধানী দলে কাজ করছেন। তাঁর নাম অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তিনি গবেষণাগারের বাতাবরণে আক্রান্ত রোগীর দেহ থেকে এই ভাইরাস বার করায় সক্ষম হয়েছেন।
ওয়াটারলুর ম্যাকমাস্টার ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ টরন্টো যৌথভাবে টরন্টোর সানিব্রুক হাসপাতালে এই গবেষণা চালাচ্ছে। দুজন রোগীর নমুনা নিয়ে ম্যাকমাস্টার ইউনিভার্সিটির স্নাতকোত্তর পড়ুয়া ওই বাঙালী বিজ্ঞানী তাঁর দলের সঙ্গে ওই পরীক্ষা করেছেন। এর ফলে ওই ভাইরাসের আচরণও বোঝা গেছে। এর ফলে এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার সহজ হবে।
সম্প্রতি এক ইন্টারভিউতে তিনি বলেন, তিনি এই দলের সদস্য হতে পেরে আপ্লুত এবং প্রথমবার এই ভাইরাসকে মোকাবিলার রাস্তা বার করতে পেরে তিনি খুশী।