বিবিধ বিভাগে ফিরে যান

করোনার প্রকোপে বিশ্বজুড়ে বাতিল অনুষ্ঠান, দেখুন তালিকা

March 16, 2020 | 2 min read

সারা পৃথিবীতে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশ বিদেশের ও আন্তর্জাতিক ইভেন্ট ও প্রতিযোগিতা বন্ধ হয়েছে। দেখে নেওয়া যাক সেই তালিকা।

ক্রীড়া

  • আইপিএলঃ ভারতের সবথেকে বড় ক্রীড়া প্রতিযোগিতাও ২৯শে মার্চ থেকে পিছিয়ে ১৫ই এপ্রিল থেকে শুরু হওয়ার কথা হয়েছে।
  • আন্তর্জাতিক ম্যাচ বাতিলঃ ভারত – দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি দুই ম্যাচ বাতিল হয়ে গেল।
  • আন্তর্জাতিক ট্যুর বাতিলঃ ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর বাতিল, পাকিস্তান সুপার লিগ ছেড়ে বিদেশীরা ফিরছেন, দক্ষিণ আফ্রিকা খেলতে যাচ্ছে না অস্ট্রেলিয়ার মহিলা দল।
  • সিরিজ বাতিলঃ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ বাতিল।
  • প্রিমিয়ার লিগ স্থগিতঃ প্রিমিয়ার লিগ ৪ঠা এপ্রিল পর্যন্ত স্থগিত।
  • এনবিএঃ বিশ্বের জনপ্রিয়তম বাস্কেটবল প্রতিযোগিতা এনবিএ স্থগিত রাখা হয়েছে।
  • এমএলবিঃ বিশ্বের জনপ্রিয়তম বেসবল প্রতিযোগিতা এমএলবি স্থগিত রাখা হয়েছে।

প্রযুক্তি

  • ফেসবুকের এফ-৮ কনফারেন্স: গ্লোবাল মার্কেটিং সামিটের মতো এফ-৮ সামিট বাতিল করেছে ফেসবুক।
  • গুগল ক্লাউড নেক্সট: মার্চের ২ তারিখ গুগল ক্লাউড নেক্সট ইভেন্ট বাতিলের ঘোষণা দেয় গুগল। 
  • গুগল আই/ও: গুগলের বার্ষিক আই/ও কনফারেন্সকে প্রযুক্তি জগতের অন্যতম বড় ইভেন্ট হিসেবে বিবেচনা করা হয়। এই ইভেন্টেই বিভিন্ন পণ্য ও ফিচারের ঘোষণা দেয় গুগল। তবে করোনা ভাইরাসের কারণে গত ৩ মার্চ ইভেন্টটি বাতিল করে গুগল কর্তৃপক্ষ।

শিল্প ও বিনোদন

  • বন্ধ হয়েছে বব ডিলানের কন্সার্ট
  • স্থগিত রাখা হয়েছে ট্রিবেকা চলচ্চিত্র উৎসব
  • স্থগিত রাখতে হয়েছে লস আঞ্জেলস বই উৎসব, লন্ডন বইমেলা
  • স্থগিত করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন
  • স্থগিত করা হয়েছে কিছু দেশী ও বিদেশী চলচ্চিত্রের মুক্তিও। যেমন সূর্যবংশী, নো টাইম টু ডাই, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯, পিটার র‍্যাবিট ২।
TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #live update

আরো দেখুন