কলকাতা বিভাগে ফিরে যান

জঙ্গলের মাঝে তাঁবুতে রাত্রিবাস বেলপাহাড়িতে

March 16, 2020 | < 1 min read

জঙ্গলের মাঝে রাত কাটানোর ব্যবস্থা করল বনদপ্তর। বেলপাহাড়ি রেঞ্জের অফিস সংলগ্ন এলাকায় খোলা আকাশের নীচে পাতা হয়েছে ৬টি তাঁবু। আপাতত প্রত্যেকটি তাঁবুতে ২ জন করে থাকার ব্যবস্থা করা হয়েছে। 

প্রত্যেকটি তাঁবু তৈরি করা হয়েছে সেমি লাক্সারি হিসেবে। তাঁবুতে রয়েছে দুটি খাট, দুটি চেয়ার, দুটি টেবিল, পাশে একটি অ্যান্টি চেম্বার রুম। আর সঙ্গে থাকছে বায়ো-টয়লেট বা জৈব শৌচাগারের ব্যবস্থা। এর জন্য দিন প্রতি একটি তাঁবুর ভাড়া ধার্য করা হয়েছে ১২০০ টাকা। ইতিমধ্যে খরচ হয়েছে ১৫ লক্ষ টাকা। 

কী ভাবে পৌঁছানো যাবে বেলপাহাড়ি জঙ্গলের তাঁবুতে? 

একদা মাও অধ্যুষিত বেলপাহাড়ি মানে আতঙ্ক ছিল। এখন আর নেই। ঝাড়গ্রাম বনবিভাগের অধীনে হাওড়া থেকে সোজা ট্রেন ধরে ঝাড়গ্রামে স্টেশনে নেমে গাড়ি ধরে বেলপাহাড়ি রেঞ্জ পৌঁছালেই জঙ্গলের মাঝে থেকে দেখা যাবে বেলপাহাড়ির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। 

ঢাঙিকুসুমের ঝরনা, ঘাঘরা জলপ্রপাত, লালজলে আদিম মানুষের গুহা, গাড়রাসিনি পাহাড়, ময়ূর ঝরনা, খান্দারানি ড্যাম্প, কাঁকড়াঝোড় ট্রেকিং রুট, আমলাশোল প্রভৃতি জায়গা ঘুরতে পারবেন এখানে থেকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal Tourism, #ExperienceBengal, #belpahari forest, #night camp

আরো দেখুন