গরমের শুরুতে এসির যত্ন নিন
শীত বিদায় নিয়েছে। গরমের আবহ শুরু হয়ে গেছে। গরম আবহাওয়ায় নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আপনি প্রস্তুত কিন্তু গরমে শীতল হাওয়ার পরশ দেওয়ার যন্ত্রটি কি প্রস্তুত?
শীতকালের প্রায় পুরোটা জুড়েই শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসি বন্ধ থাকে। তাই গরমের শুরুতেই এসি চালানোর আগে বাড়তি যত্ন নেওয়া উচিত। গরমের শুরুতে এসি চালানোর আগে একবার পেশাদার টেকনিশিয়ানদের দিয়ে চেকআপ এবং সার্ভিসিং করিয়ে নেওয়া ভালো।
এয়ার ফিল্টারে কোনো ময়লা জমেছে কি না, বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কি না ইত্যাদি বিষয় নিশ্চিত হয়ে এসি চালানো উচিত। আমাদের দেশে প্রচুর ধুলাবালি বলে এসির যত্ন বেশি করে নেওয়া প্রয়োজন। অন্তত মাসে একবার এয়ার ফিল্টার পরিষ্কার করা ভালো।
গরমের শুরুতে এসির বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার—এসবের অবস্থাটা ঠিকমতো পরীক্ষা করতে হবে। অনেক দিন বন্ধ থাকার পর চালু করতে গেলে অবশ্যই এসির সংযোগ তার পরীক্ষা করে নেওয়া উচিত। অনেক দিন বন্ধ থাকার কারণে চালু করলে এসির ভেতরে শব্দ হতে থাকে। আবার জলও পড়তে পারে।
এসি অনেক দিন বন্ধ থাকলে এসির ক্ষেত্রে প্রধান সমস্যা হয় কুলিং বা ঠান্ডা করার ক্ষমতা কমে যাওয়া। এ ক্ষেত্রে এসির ভেতরের নেট খুলে ডাস্ট ক্লিনিং করে নিতে হবে। ব্যবহারকারী নিজেই সাধারণ উপায়ে এসির ইনডোর খুলে নেট ওয়াশ করে নিতে পারেন।
এ ছাড়া কুলিং একেবারে বন্ধ হয়ে গেলে বুঝতে হবে এসির ভেতরে গ্যাস ফুরিয়ে গেছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গ্রাহক সেবা প্রদানকারী প্রতিনিধিদের মাধ্যমে গ্যাস রিফিল করে নিতে পারেন।