রাজ্য বিভাগে ফিরে যান

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য জুড়ে নানা সতর্কতামূলক পদক্ষেপ: ঘোষণা মুখ্যমন্ত্রীর

March 17, 2020 | < 1 min read

করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য জুড়ে নানা সতর্কতামূলক পদক্ষেপ করছে প্রশাসন।

কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক—

• ১৫ এপ্রিল পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও আইসিডিএস কেন্দ্রে ছুটি

• শিক্ষকেরাও থাকবেন বাড়িতে, প্রয়োজনে বাড়িতে বসে কাজ

• আইসিডিএস উপভোক্তাদের বাড়িতে খাবার পৌঁছনো

• সিনেমা হল, প্রেক্ষাগৃহ আপাতত বন্ধ

• শপিং মল, সব বড় বাজারে সতর্কতা ব্যবস্থা নেওয়া

• ২০০ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা

• চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা

• করোনা সংক্রমণের সঙ্গে সোয়াইন ফ্ল এবং ডেঙ্গি মোকাবিলার ব্যবস্থা

• শূকর খামারগুলি লোকালয় থেকে সরানো

• ২২ মার্চ থেকে মতুয়া মেলা বন্ধের নির্দেশ

• করা যাবে না অন্য কোনও মেলা-জনবহুল উৎসবও

• ধর্মীয় স্থানে জমায়েত নিয়ন্ত্রণে ধর্মগুরুদের অনুরোধ

• সিনেমা, রিয়্যালিটি শোয়ের শুটিং হবে কি না, তা নিয়ে আজ, মঙ্গলবার বৈঠক

এ রাজ্যে মহামারি রোগ আইন রূপায়ণের ব্যাখ্যা হিসেবে মুখ্যমন্ত্রীর বক্তব্য, সঙ্কটের সময় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রত্যেককেই সহযোগিতা করতে হবে। প্রয়োজন হলে ১৪-২৮ দিন থাকতে হবে আইসোলেশনে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যে-ভাবে আজ উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনকে হিমশিম খেতে হয়েছে, তার পরে আর ঝুঁকি নেওয়ার অবকাশ নেই। মহামারি রোগ আইন এ রাজ্যেও কার্যকর করছি। যাতে কেউ পরীক্ষার ভয়ে পালিয়ে যেতে না-পারে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এটার অপপ্রয়োগ হবে না’

TwitterFacebookWhatsAppEmailShare

#CoronavirusUpdates, #CoronavirusPandemic, #Corona Virus, #covid19

আরো দেখুন