বিবিধ বিভাগে ফিরে যান

হটস্টারেই এবার ডিজনির সব সিনেমা

March 18, 2020 | < 1 min read

কথা ছিল ২৯ মার্চ ভারতে পা রাখতে চলেছে ওয়াল্ট ডিজনির সাবস্ক্রিপশন ভিত্তিক ভিডিয়ো অন ডিমান্ড স্ট্রিমিং সার্ভিস ডিজনি প্লাস। তবে, আত্মপ্রকাশের আগেই সরকারি ভাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হটস্টারের মাধ্যমে ভারতে তাদের পরিষেবা চালু করে দিলেন ডিজনি প্লাস কর্তৃপক্ষ।

গত বছরই ৪.৯০ লক্ষ কোটি টাকার বিনিময়ে টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্সের বিনোদন সাম্রাজ্য কিনে নেওয়ায় বর্তমানে স্টার ইন্ডিয়ার মালিকানাধীন ওটিটি প্ল্যাটফর্ম হটস্টারের মালিকও ডিজনি। যার ফলে এ দিন থেকেই হটস্টারের নাম বদলে গিয়ে হয়েছে ডিজনি প্লাস হটস্টার।

ডিজনি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ভারতীয় দর্শকরা এবার ডিজনির নিজস্ব সব শো’র পাশাপাশি পিক্সার, স্টার ওয়ার্স এবং মার্ভেল স্টুডিয়োর সব কন্টেন্ট দেখতে পাবেন। ভারতে ভাষা বৈচিত্র্যের কথা মাথায় রেখে হিন্দি, তামিল, তেলেগুর মতো ভাষাতেও একাধিক কন্টেন্ট ডাবিং করা হয়েছে। 

তবে হটস্টারের সব স্তরের গ্রাহকই ডিজনির কন্টেন্ট দেখতে পারবেন না ডিজনি প্লাস হটস্টার প্ল্যাটফর্মে। ভিআইপি গ্রাহক, যাঁরা বছরে ৩৬৫ টাকার প্ল্যানে আছেন, তাঁরাই একমাত্র ডাব করা ডিজনি শো ও সিনেমা দেখতে পারবেন। 

বার্ষিক ৯৯৯ টাকা বা মাসিক ২১৯ টাকার প্রিমিয়াম প্ল্যানে থাকা দর্শকদের জন্য বাড়তি থাকছে সাম্প্রতিক মার্কিন টিভি শো, হলিউড সিনেমা, ডিজনি প্লাসের নিজস্ব সিনেমা, শো এবং অরিজিন্যাল সিরিজের সব ইংরেজি কন্টেন্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

#disney, #hotstar, #India

আরো দেখুন