বিনোদন বিভাগে ফিরে যান

‘ব্রহ্মা জানেন…’ কৃতিত্ব নিয়ে কাজিয়া প্রযোজক, লেখিকার

March 19, 2020 | < 1 min read

‘ব্রহ্মা জানেন…’ কৃতিত্ব নিয়ে কাজিয়া প্রযোজক, লেখিকার
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ নিয়ে দিনকতক আগেই শুরু হয়েছে বিতর্ক। লেখিকা দেবারতি মুখোপাধ্যায়ের দাবি, তাঁর উপন্যাস ‘দিওতিমা’র সঙ্গে ছবির গল্পের অনেক মিল। সে বিষয়ে তিনি ফেসবুকে পোস্ট করেন। তবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ় এই ধরনের দাবি মানছে না। বরং উইন্ডোজ়ের তরফ থেকে আইনি পদক্ষেপ করা হয়েছে দেবারতির বিরুদ্ধে।


সংস্থার তরফে আইনজীবী দেবাঞ্জন মণ্ডল বললেন, ‘‘কেউ মিথ্যে অভিযোগ করলে কনটেস্ট তো করতেই হবে। তাঁর উপন্যাসের সঙ্গে এই ছবির গল্পের কোনও মিল নেই। ছবিটি অরিজিনাল চিত্রনাট্যের উপরেই তৈরি, কারও কপি করে নয়। আমরা মানহানির নোটিস পাঠিয়েছি দেবারতি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। বুধবার ই-মেল মারফত সেই নোটিস পাঠানো হয়েছে দেবারতিকে, যার মূল্য ১০ কোটি টাকা।’’
কিন্তু নোটিস পাওয়ার কথা অস্বীকার করছেন দেবারতি। অন্য দিকে লেখিকার তরফে আইনজীবী চন্দ্রশেখর বাগ ও অপূর্বরবি ঘোষের কথায়, ‘‘কপিরাইট অ্যাক্টের ভিত্তিতে আমরা ৫০ কোটি টাকার নোটিস পাঠাচ্ছি ওই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। ছবির গল্পকার হিসেবে যাঁর নাম দেওয়া হয়েছে, অর্থাৎ জিনিয়া সেনের বিরুদ্ধেও মানহানির নোটিস পাঠানো হচ্ছে। কারণ আমার মক্কেলের নাম নিয়ে তিনি ফেসবুকে অসম্মানজনক পোস্ট করেছেন। আমার মক্কেলের মানসিক সুস্থতা কামনা করেছেন সেই পোস্টে।’’
আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই ন্যায়বিচারের আশায় দু’পক্ষ। পাল্লা ভারী কার দিকে হয়, তা ব্রহ্মাই জানেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bangla cinema, #ritabhori, #Tollywood, #brahma janen gopon kommoti

আরো দেখুন