← দেশ বিভাগে ফিরে যান
নির্ভয়া খুনিদের ফাঁসির পর সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশন
২০১২ সালের ১৬ ডিসেম্বর রাজধানীতে চলন্ত বাসে গণধর্ষণ করা হয়ে প্যারামেডিকালের ছাত্রী নির্ভয়াকে। তার পরেই সারা দেশে জ্বলে ওটে প্রতিবাদ-বিক্ষোভের আগুন। দীর্ঘ আট বছরে আগুনের আঁচ মোটেই কমেনি। বরং রূপ নিয়েছিল জেদে।
অবশেষে ২০ মার্চ সুবিচার পেলেন নির্ভয়া ও তাঁর মা-বাবা। সেই সঙ্গে সুবিচার পাওয়ার আশা আরও জোরদার হল দেশের অনেক নির্যাতিতার।
নির্ভয়া খুনিদের ফাঁসির খবর জানার পরই সোশ্যাল মিডিয়ায় নিজেদের অনুভূতি জানাতে শুরু করেন দেশের সাধারণ নাগরিক থেকে সেলেবরা।
কে কী লিখলেন? দেখে নিন এক ঝলকে…