বিবিধ বিভাগে ফিরে যান

করোনায় ঘরবন্দি? খেলতে পারেন এই গেমসগুলি

March 21, 2020 | 3 min read

করোনায় আক্রান্তের সংখ্যা সারা বিশ্বব্যাপী লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই করালগ্রাস থেকে ছাড় পায়নি ভারতও। দেশজুড়ে এখন নানা অফিসে চালু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম।

এই সংকটময় পরিস্থিতিতে বাড়িতে বসে খেলুন এই ইনডোর গেমসগুলি, সময় ভালোই কেটে যাবে। 

১. স্পাই (গুপ্তচর)

এটি একটি অতি রোমাঞ্চকর খেলা। এর মাধ্যমে আপনি আপনার সন্তানকে বর্ণমালা চিনতে সাহায্য করতে পারবেন, এবং তাদের পারিপার্শ্বিক জিনিষের বিষয়ে বুঝতে সাহায্য করে। সেইসব বস্তু বেছে নিন যেগুলি সম্পর্কে বাচ্চাদের পরিষ্কার ধারণা রয়েছে। এই খেলা উভয় মজাদার ও শিক্ষা মূলক।

২. হাইড-অ্যান্ড-সিক (লুকোচুরি)

আপনার বাড়ি যদি তুলনামূলক বড় হয়, তাহলে আপনার বাচ্চাদের জন্য লুকোচুরি খেলা অত্যন্ত মজাদার হতে পারে। বাচ্চারা ‘পিক্‌-এ-বু’ ভালোবাসে এবং এই খেলা তাদের জন্য রোমাঞ্চকর হয়ে উঠতে পারে। অতএব আপনি যদি আপনার বাচ্চাদের কোন অরুচিকর খাবার খাওয়াতে চান, তাহলে নিশ্চই জানবেন যে ওরা কোথায় লুকোয়।

৩. ডাম্ব শারাড 

এটি হল একটি বহু প্রচলিত ইনডোর গেম, যা বাচ্চা এবং বড় উভয়ই খেলতে ভালোবাসে। এতে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শুধুমাত্র আপনার অঙ্গিভঙ্গি দেখে আপনার টিমকে একটি বই বা সিনেমার নাম বলার চেষ্টা করতে হয়, আর ওদিকে প্রতিপক্ষ টিম তাই দেখে হেসে লুটোপুটি খায়।

৪. পিক্‌শনারী

বোর্ডের ওপর একটি শব্দ লিখে কিংবা এঁকে আপনার টিমকে বলুন সেটিকে অনুমান করে বলার চেষ্টা করতে। যত তাড়াতাড়ি তারা বলতে পারবে তত বেশী পয়েন্ট আপনি পাবেন। শেষে যে টিম সবথেকে বেশী পয়েন্ট পাবে সেই টিম জিতবে। তবে প্রায়শই দেখা গেছে, আঁকার দক্ষতা ভয়ানক হলে এই খেলা আরও বেশী মজাদার হয়ে ওঠে।

৫. ২০টি প্রশ্ন

কোন বিখ্যাত মানুষ/বই/সিনেমা ইত্যাদির বিষয়ে ভাবুন (পূর্ব নির্ধারিত) – আপনার প্রতিদ্বন্দ্বী আপনাকে ২০টি প্রশ্ন করার মাধ্যেমে সেটি অনুমান করবে। প্রশ্নের উত্তর হয় ‘হ্যাঁ’ নতুবা ‘না’ প্রকারে দিতে হবে। উত্তর জানার জন্য কোন সরাসরি তথ্য জিজ্ঞেস করা নিষেধ।

৬. উনো

এটি যে কোন পরিবারের প্রিয় খেলা। এটি মজাদার খেলা হলেও এতে আপনাকে সতর্ক থাকতে হবে। এটি বিশেষকরে বর্ষাকালে বাড়িতে বসে খেলতে বেশী ভালো লাগে।

৭. স্ক্র্যাব্‌ল/বোগ্‌ল

স্ক্র্যাব্‌ল ও বোগ্‌ল হল মজাদার শব্দ তৈরি করার খেলা, যাতে যতগুলি শব্দ খুঁজে বের করতে পারবেন তার উপর নির্ভর করে নম্বর দেওয়া হয়। এতে আপনার বাচ্চার ভোকাবুলারি বা শব্দ জ্ঞান প্রখর হয় এবং এই খেলায় উৎপন্ন প্রতিযোগিতার কারণে বাচ্চাদের মধ্যে নতুন নতুন শব্দ শেখার রুচি বৃদ্ধি পায়।

৮. দাবা

দাবা একটি জনপ্রিয় খেলা যেটি সাদাকালো ঘর করা একটি বোর্ডের উপরে রেখে খেলা হয়। সাধারণত দুজনে মিলে এই খেলাটি খেলাতে হয়। খেলাটি মোটামুটিভাবে প্রতিপক্ষের সাথে এক প্রকারের যুদ্ধ করা। অর্থাৎ প্রতিপক্ষের গুটিগুলোকে কৌশলে মেরে ফেলে রাজাকে আক্রমণ করা। এটি অনেক বুদ্ধিদীপ্ত একটি খেলা।

৯. মনোপলি

মনোপলি খেলাটিও এক প্রকারের বুদ্ধির খেলা যেখানে প্রতিপক্ষ সর্বোচ্চ ৩ জন থাকে। তাদের সাথে জীবনের পথ অতিক্রম করতে হয়। জীবনে চলার পথে নিজের টাকার হিসেব রাখতে হয়। আবার সঞ্চিত টাকা দিয়ে বাড়ি, হোটেল বা ব্যাংক চেক কেনার একটি বিষয় থাকে। যে যত বেশি বাড়ি হোটেল আর জায়গা কিনবে সে তত বেশি জয়ী ব্যক্তিতে পরিণত হবে।

১০. লুডো 

ঘরে ঘরে লুডো খেলার অভ্যাস বছরের পর বছর ধরে চলে আসছে ৷ আগে কাগজের বোর্ডের উপরে ঘুঁটি দিয়ে খেলতে হত এখন সেটি ডিজিটাল হয়েছে ৷ তবে আনন্দে কমেনি বরং বেড়েছে বেশ কয়েকগুণ ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Top 10 Games, #home

আরো দেখুন