← দেশ বিভাগে ফিরে যান
কেন্দ্র জানাল মাস্ক-স্যানিটাইজারের দাম! বেশি দাম দেবেন না, জানুন
করোনাভাইরাস সংক্রমণ রুখতে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা উচিত বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। এমন পরিস্থিতির সুযোগে কোথাও কোথাও মাস্ক ও স্যানিটাইজার কালোবাজারি হচ্ছে বলেও অভিযোগ। এমন সময়ে মাস্ক ও স্যানিটাইজারের দাম বেঁধে দিল কেন্দ্রীয় সরকার।
স্যানিটাইজার
- ২০০ এমএল বোতলের দাম – ১০০টাকা
মাস্ক
- সাধারণ সার্জিক্যাল মাস্কের দাম- ৮টাকা
N95 মাস্ক
- যদিও N95 মাস্কের দাম নিয়ে স্পষ্ট কোনও নির্দেশিকা আসেনি। তবে এর দাম ১৫০টাকার কাছাকাছি হওয়া উচিত।
৩০শে জুন পর্যন্ত এই দামে কোনও পরিবর্তন হবে না