← কলকাতা বিভাগে ফিরে যান
লকডাউনের মধ্যে রাস্তায় বেরিয়ে কলকাতায় গ্রেপ্তার ১০০৩
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে লকডাউন ঘোষণা করা হয়েছে কলকাতাসহ গোটা রাজ্যে। করোনা আতঙ্কে পশ্চিমবঙ্গের শহরগুলো প্রায় জনশূন্য হয়ে গেছে। এ সময়ের মধ্যে নিময় অমান্য করায় অন্তত ১০০৩ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত লকডাউন চলবে গোটা রাজ্যে।
সরকারি নির্দেশনা অনুযায়ী- আদালত, জেল, আইনশৃঙ্খলা, স্বাস্থ্যসেবায় কোনো ধরনের বিধিনিষেধ থাকছে না। তাছাড়া পানি, বিদ্যুৎ, পরিচ্ছন্নতা, অগ্নিনির্বাপণ, অসামরিক প্রতিরক্ষা, টেলিকম, ইন্টারনেট, তথ্যপ্রযুক্তি, ডাকঘর, ব্যাংক-এটিএম ব্যবস্থাও আগের মতো চালু রয়েছে। একই সঙ্গে মাছ-মাংস, দুধ ও ফলের মতো আবশ্যিক খাদ্যদ্রব্যের সরবরাহও স্বাভাবিক রয়েছে।