কলকাতা বিভাগে ফিরে যান

লকডাউনের মধ্যে রাস্তায় বেরিয়ে কলকাতায় গ্রেপ্তার ১০০৩

March 24, 2020 | < 1 min read

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে লকডাউন ঘোষণা করা হয়েছে কলকাতাসহ গোটা রাজ্যে। করোনা আতঙ্কে পশ্চিমবঙ্গের শহরগুলো প্রায় জনশূন্য হয়ে গেছে। এ সময়ের মধ্যে নিময় অমান্য করায় অন্তত ১০০৩ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত লকডাউন চলবে গোটা রাজ্যে।

সরকারি নির্দেশনা অনুযায়ী- আদালত, জেল, আইনশৃঙ্খলা, স্বাস্থ্যসেবায় কোনো ধরনের বিধিনিষেধ থাকছে না। তাছাড়া পানি, বিদ্যুৎ, পরিচ্ছন্নতা, অগ্নিনির্বাপণ, অসামরিক প্রতিরক্ষা, টেলিকম, ইন্টারনেট, তথ্যপ্রযুক্তি, ডাকঘর, ব্যাংক-এটিএম ব্যবস্থাও আগের মতো চালু রয়েছে। একই সঙ্গে মাছ-মাংস, দুধ ও ফলের মতো আবশ্যিক খাদ্যদ্রব্যের সরবরাহও স্বাভাবিক রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#CoronavirusPandemic, #Lockdown, #West Bengal, #Coronavirus

আরো দেখুন