কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতার প্রথম রেলপথ – ইতিহাসের সারণি

March 24, 2020 | < 1 min read

১৯১৫ সালে প্রথম পশ্চিমবঙ্গে রেল চলাচল শুরু হয় ম্যাকলিওড অ্যান্ড কোম্পানির হাত ধরে। এই কোম্পানি প্রথম বর্ধমান – কাটোয়ার মধ্যে রেল পরিষেবা চালু করে। এই পরিষেবা চালু হয় ১লা ডিসেম্বর ১৯১৫। 

এরপর শুরু হয় বাঁকুড়া – দামোদর পরিষেবা। এর মাধ্যমে যোগ হত বাঁকুড়ার রায়নগর ও বর্ধমানের কাটোয়া। ১৯১৭ সালের ২৯ সেপ্টেম্বর চালু হয় কাটোয়া – আহমেদপুর পরিষেবা। এর আগে ১৯১৭ সালের ২৮ মে কলকাতার কালীঘাট থেকে ফলতা পর্যন্ত চালু করে রেল পরিষেবা। এতে যুক্ত হয় বেহালার ঘোলেশাপুর থেকে ফলতা। 

কু ঝিক ঝিক…

এর ফলে অনেকে কালীঘাটে মায়ের দর্শন করতে আসতে পারতেন। মাঝেরহাট পর্যন্ত রেল আসতো। ৪৩ কিলোমিটার দীর্ঘ পথে ছিল ১৮টি ষ্টেশন। এই কলকাতা – ফলতা রেলপথ আজ বিস্মৃতিতে। এর ওপর দিয়ে চলে গেছে আজকের জেমস লং সরণী।

কবি বলে গেছেন এই কলকাতার মধ্যে আছে আরেকটি কলকাতা। সত্যি। আমরা প্রিয় শহরকে কতটা কম জানি। কলকাতার প্রথম রেলপথের ইতিহাসটিও যেমন ছিল অনেকের অজানা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rail, #oldest railway track, #Kolkata, #Rail Link

আরো দেখুন