স্বাস্থ্য বিভাগে ফিরে যান

বাঙালির ওষুধের বাক্সে যা মিলবেই

March 25, 2020 | 2 min read

বাড়িতে ওষুধের বাক্স নেই, এমন বাঙালি পরিবার মেলা ভার। দৈনন্দিন নানা সমস্যা মেটাতে ধন্বন্তরীর ভূমিকা পালন করে এই বাক্স। এই রোজকার ওষুধগুলি ছাড়া বাঙালি একপ্রকার অচল। 

দেখে নেওয়া যাক সেইসব ওষুধের একটি তালিকা:

বোরোলিন

সুরভিত এন্টিসেপ্টিক ক্রীম, বোরোলিন। বঙ্গ জীবনের অঙ্গ। সামান্য কাটা, পোড়া কিংবা শীতকালে ত্বকচর্চা – সবকিছুতেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বোরোলিন। 

ব্রেনোলিয়া

সত্যি স্মৃতিশক্তি বাড়ে কিনা কখনো পরীক্ষা করে দেখা হয়নি। কিন্তু যেসব বাড়িতে স্কুল পড়ুয়া আছে, সেই গৃহস্থালিতে পড়ুয়াদের খাওয়ানো হয় এটি। বিশেষত পরীক্ষার সময়।

জেলুসিল

বাঙালির পেটের রোগ বা হজমের সমস্যার কথা বিশ্ববিখ্যাত। এর পাশাপাশি খাদ্যরসিক হিসেবে পরিচিত বাঙালি। তাই হজম প্রক্রিয়া ঠিক রাখতে সব বাড়িতেই জেলুসিল বা এন্টাসিড থাকেই। 

চ্যবনপ্রাশ

সর্দি কাশি থেকে বাঁচতে আট থেকে আশি – সকলেরই ভরসা চ্যবনপ্রাশ। খেতে যতই খারাপ হোক, নাক টিঁপে খেয়েছি আমরা সকলেই। 

স্যারিডন

দশকের পর দশক ধরে মাথা ধরা কমানোর জন্য বাঙালির ব্রহ্মাস্ত্র হল এই স্যারিডন। 

আপনি কি এই টুকিটাকি ওষুধ ব্যবহার করেন? না করে থাকলে, আজই কিনে ফেলুন বাঙালির প্রিয় এই ওষুধগুলি। 

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Medical Box

আরো দেখুন