← দেশ বিভাগে ফিরে যান
মহারাষ্ট্রে আটকে পড়া বাঙালি শ্রমিকদের সাহায্যে এগিয়ে এলো রাজ্য সরকার
দেশজুড়ে লকডাউন চলছে। ঘরবন্দি দেশের ১৩০ কোটি মানুষ। এরই মধ্যে বিপাকে পড়েছেন ভিন রাজ্যে কর্মরত মানুষ। সমস্ত পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায়, এবং তাদের কাছে অর্থবল না থাকায় অন্য রাজ্যে আটকে পড়েছেন অনেকেই।
সেরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে মহারাষ্ট্রে আটকে পড়া বাঙালি শ্রমিকরা ভিডিওর মারফত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন তাদের সাহায্য করতে।
দেখুন ভিডিও:
এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। বাংলার সরকারের তরফে মহারাষ্ট্র সরকারকে যোগাযোগ করা হয়। একযোগে এই শ্রমিকদের সাহায্যের জন্য লেগে পড়েন দুই রাজ্যের সরকার। তাদের কাছে পৌঁছে দেওয়া হয় খাবার। ব্যবস্থা করে হয় তাদের বাসস্থানেরও।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন সেখানে আটকে পড়া বাঙালি শ্রমিকদের প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়িয়ে দিতে