দেশ বিভাগে ফিরে যান

করোনা-মোকাবিলায় ₹১.৭ লাখ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

March 26, 2020 | < 1 min read

করোনাভাইরাসের জেরে আক্রান্ত ভারতীয় অর্থনীতিকে ICU-তে প্রবেশ করা থেকে বাঁচাতে আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ₹১.৭ লাখ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এছাড়়াও চিকিৎসা ও স্বাস্থ্য-সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের জন্য আগামী ৩ মাস মাথাপিছু ₹৫০ লাখের বিমা ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী কৃষি যোজনায় বর্তমানে বছরে ₹৬ হাজার পান কৃষকরা। তবে করোনার জেরে পরিস্থিতির জন্য এপ্রিল থেকে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ₹২ হাজার করে জমা পড়বে বলে জানান অর্থমন্ত্রী। এছাড়াও প্রধানমন্ত্রী অন্ন যোজনায় আগামী ৩ মাসের জন্য বর্তমান রেশনের সঙ্গে বিনামূল্যে মাথাপিছু অতিরিক্ত ৫ কেজির চাল বা গম দেওয়া হবে। এছাড়াও ১০০ দিনের কাজের মজুরি বাড়িয়ে ₹২০২ করা হল। যা আগে ছিল ₹১৮২। অর্থমন্ত্রী বলেন, এর ফলে প্রায় ৫ কোটি পরিবার উপকৃত হবে।

অর্থমন্ত্রী আরও জানান, সামাজিক পেনশন প্রকল্পে ষাটোর্ধ্ব ব্যক্তি, বিধবা এবং প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ₹১০০০ দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nirmala Sitharaman, #CoronaUpdate, #financial package, #India

আরো দেখুন