প্রযুক্তি বিভাগে ফিরে যান

স্যামসাং গ্যালাক্সি এম ৩১ – জানেন এই ফোনের ফিচার্স? 

March 27, 2020 | < 1 min read

নিত্য নতুন উন্নত ফিচার নিয়ে বরাবরই ক্রেতাদের তাক লাগিয়ে দেয় স্যামসাং। এবার এই কোম্পানি বাজারে নিয়ে এলো তাদের নতুন স্মার্ট ফোন গ্যালাক্সি এম-৩১। স্যামসাং গ্যালাক্সির এই এম সিরিজটি মধ্যবিত্তের বেশ মন কেড়েছে। সাধ্যের মধ্যে তাক লাগানো সব ফিচার। 

সম্প্রতি লঞ্চ করা এই সিরিজের শেষ ফোন ছিল স্যামসাং গ্যালাক্সি এম-৩০। তার দাম ভারতে ছিল ১৫,০০০ এর গন্ডির মধ্যেই। আশা করা যাচ্ছে এই নতুন ফোনটির দামও থাকবে তার আশে পাশেই।

এক নজরে দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এম-৩১ এর ফিচারগুলি:

  • ডিসপ্লেঃ ৬.৪ ইঞ্চি (১০৮০*২৩৪০)
  • প্রসেসারঃ স্যামসাং এক্সিনোজ ৯৬১১
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
  • রিয়ার ক্যামেরাঃ চারটি রিয়ার ক্যামেরা যথাক্রমে ৬৪ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল ও বাকি দুটি ৫ মেগাপিক্সেল করে।
  • র‍্যামঃ ৬ গিগা বাইট
  • স্টোরেজঃ ৬৪ গিগা বাইট
  • ব্যাটারি ক্যাপাসিটিঃ ৬,০০০ এমএএইচ

ওএসঃ অ্যান্ড্রয়েড ১০

TwitterFacebookWhatsAppEmailShare

#technews, #Samsung Galaxy M31

আরো দেখুন