বিবিধ বিভাগে ফিরে যান

ডিমের খোসার ব্যবহার জানলে আপনি চমকে উঠবেন

March 27, 2020 | < 1 min read

জানেন কি শুধু রসনাতৃপ্তিতেই নয়, আরও নানাভাবে কাজে লাগানো যেতে পারে ডিমে৷ যেমন ধরুন ডিমের খোসা। সেটি ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন নানাভাবে। 

১. আপনি কি বাসনের পোড়া, চটচটে দাগ তুলতে গিয়ে হিমশিম খান? তবে আপনার ভোগান্তি কমাতে পারে একমাত্র ডিমের খোসা৷ ঝকঝকে বাসন পাওয়ার জন্য ডিমের খোসার জুড়ি মেলা ভার৷

২. বাড়িতে পোকামাকড়ের উপদ্রব? সাধের বাড়িকে বাঁচাতে ব্যবহার করুন ডিমের খোসা৷ দেখবেন মুহূর্তেই বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছে পোকামাকড়, আরশোলা, টিকটিকি৷

৩. আপনার কি বাগান তৈরির সাধ রয়েছে? কিন্তু পোকাদের হামলায় বারবার সাধের বাগান নষ্ট হয়ে যায়? গাছের গোড়ায় গোড়ায় ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিন। দেখবেন পোকামাকড় গাছের ধারে কাছেও ঘেঁষবে না। নষ্ট হবে না আপনার বাগানের সাধের গাছ৷

৪. গাঁটের ব্যথা বা জয়েন্ট পেইন কমাতেও ডিমের খোসার কোনও তুলনা নেই৷ কিন্তু কীভাবে করবেন ব্যবহার? একটি পাত্রে অ্যাপেল সিডার ভিনিগার নিন৷ তার সঙ্গে ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে দিন৷ এবার তা ধীরে ধীরে ব্যথা জায়গায় লাগান৷ সপ্তাহখানেক ব্যবহারে তফাৎ নিজেই বুঝতে পারবেন৷

৫. রূপচর্চা করেন না এমন মহিলার সংখ্যা প্রায় নগণ্য বললেই চলে৷ কালো দাগছোপ মুক্ত ত্বক পেতে কত কিছুই না করেন অনেকেই৷ কিন্তু জানেন কি টাকা খরচ না করেই শুধু ডিমের খোসা দিয়ে ঝকঝকে ত্বক পেতে পারেন আপনি৷ উষ্ণ জলে ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে গালে লাগান৷ আর হয়ে উঠুন মোহময়ী৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Life Style, #eggshells

আরো দেখুন