লকডাউনের মধ্যেও সাধারণ মানুষের পাশেই রয়েছেন মুখ্যমন্ত্রী
সবাই যখন ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ, মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন তাঁর বাড়িতে বসে থাকলে চলবে না। করলেনও তাই। শুক্রবার নবান্নে বৈঠক সেরেই চলে যান আলিপুরে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। তিনি বারবার বলেছেন খাবারের যোগানের অসুবিধা হবে না কারো।
সেই কথা রাখতেই তিনি ছুটে গেলেন রিক্সাওয়ালাদের সাথে দেখা করতে। যাদের রোজগার প্রায় শূন্যতে এসে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্থ করে তাদের হাতে খাবার তুলে দিলেন।
সেখান থেকে চলে যান কালীঘাট নাইটশেল্টারে। সেখানেই গৃহহীনদের থাকার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী সেখানেও খাদ্য সামগ্রী বিতরন করেন। তার সাথে সাথেই তাদের বোঝান ‘সোস্যাল ডিস্ট্যান্সিং’-এর গুরুত্ব।
সাধারন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে বার বার জীবনের ঝুঁকি নিয়ে পথে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ এক নজির বিহীন ঘটনা।
এছাড়াও, মুখ্যমন্ত্রী কলকাতার বিভিন্ন বাজারও পরিদর্শন করেন। সেখানে নিজে গোল এঁকে মানুষকে বোঝান সামাজিক দূরত্ব কিভাবে বজায় রাখতে হবে। দোকানদারদেরও তিনি বলেন দোকান খোলা রাখতে। তাঁকে বলতে শোনা যায়, দোকান খোলা না রাখলে মানুষ খাবে কি।