রাস্তায় হরিণ, সমুদ্র সৈকতে কচ্ছপ – লকডাউনে পোয়া বারো প্রকৃতির
লকডাউনের জেরে যখন খাঁ খাঁ করছে সমুদ্রের পার তখন সে জায়গার দখল নিল লক্ষ লক্ষ কচ্ছপ। সারা সৈকতে ঘুরে বেড়াচ্ছে, ডিম পাড়ছে। কেউ তাদের ধরছে না মারছে না।
করোনার সংক্রমণ রুখতে ২১ দিন বাড়িতে আটকে সবাই। আর সেই সুযোগেরই সদ্ব্যবহার করছে পশুপাখিরা। ওড়িষার সমুদ্র তীরে জল থেকে উঠে এসেছে লক্ষ লক্ষ কচ্ছপ।
বন দপ্তর থেকে জানানো হয়েছে প্রায় সাত লাখ অলিভ রিডলে কচ্ছপ রোজ আসছে সৈকতে। দূর-দূরান্তে কোন মানুষের চিহ্ন নেই। এই সুযোগেই ডিম পাড়ছে কচ্ছপগুলি।
পাশাপাশি, শুক্রবার সকালে ডিউটিতে বেরিয়ে নয়ডার জিআইপি মলের সামনে লকডাউনে সুনসান রাস্তায় আচমকা নীলগাইয়ের মুখোমুখি হয় পুলিশ। হরিদ্বারের কাছে রাস্তায় দেখা যায় শিংওয়ালা হরিণের পাল।
কেরালার কালিকটে দুপুর রোদে প্রহরারত পুলিশের সামনে দিয়ে হেঁটে যেতে দেখা গেছে নিখাদ জঙ্গলের বাসিন্দা একটি মালাবার সিভেট (ভাম)। ওডিশার ঋষিকুল্যায় খাঁ খাঁ বিচে হাজার হাজার অলিভ রিডলে এ বার ডিম পেড়ে যাচ্ছে নিশ্চিন্তে, বহু বছর পর। আর বাড়ির চারপাশে দিনভর পাখির কলকাকলি তো সবাই শুনছেন।
তাই তো অনেকেই বলছেন, এই করোনাভাইরাসের ফলে অজান্তে পৃথিবীর মঙ্গল হল না তো?