রাজ্য বিভাগে ফিরে যান

করোনা মোকাবিলায় তৎপর রাজ্য, ২২ জেলায় তৈরি ২২ হাসপাতাল!

March 30, 2020 | < 1 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করোনা মোকাবিলায় অন্য সব রাজ্যের তুলনায় এক ধাপ এগিয়ে থাকছে পশ্চিমবঙ্গ। কলকাতা মেডিকাল কলেজ ও হাসপাতালকে করোনা চিকিত্‌সা কেন্দ্রে রূপান্তরিত করার পর আরও এক নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য প্রশাসন। সোমবার ঘোষণা করা হল রাজ্যের ২২ জেলায় ২২টি “ডেডিকেটেড” নভেল করোনা হাসপাতাল তৈরি হবে। এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, ‘সব জেলা থেকে তথ্য চেয়ে পাঠানো হয়েছে। কোন হাসপাতালে তাঁরা করতে চান তাও জানাতে বলা হয়েছে।’

রাজ্যের প্রতিটি জেলার মানুষের কথা মাথায় রেখে নভেল করোনা ভাইরাসের চিকিৎসার জন্য একটি করে ডেডিকেটেড হাসপাতাল তৈরি করা হবে বলে জানানো হল। সব জেলার প্রশাসন এবংজেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে এই মর্মে নির্দেশও পাঠানো হয়ে গিয়েছে। সেখানকার কোন হাসপাতালকে ‘করোনা হাসপাতালে’ রূপান্তরিত করা যাবে, সে বিষয়ে দ্রুত পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। হাসপাতালগুলিতে কত সংখ্যক বেডের ব্যবস্থা করা সম্ভব, চিকিত্সার জন্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং কত চিকিৎসক-নার্স কর্মী দরকার, এ সবেরই ডিটেলড রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্য ভবনকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #corona hospitals

আরো দেখুন