উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

হু হু করে করোনা ছড়াচ্ছে রাজ্যে, উত্তরবঙ্গের ৬ জনের নমুনা নাইেসেডে

April 1, 2020 | < 1 min read

রাজ্যে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার উত্তরবঙ্গে আরও চারজনের শরীরের করোনা সংক্রমণের আভাস পাওয়া গেল। প্রথম পরীক্ষায় তাঁদের করোনা পজিটিভ এসেছে। নিশ্চিত হওয়ার জন্যে তাদের লালারস নাইসেডে পাঠানো হয়েছে। কালিম্পংয়ের করোনা আক্রান্তদের পরিবারের সদস্যরাও রয়েছেন এর মধ্য। রয়েছেন এক ডুয়ার্সের বাসিন্দা।

সূত্রের খবর কালিম্পংয়ের রোগীর সংসর্গে আসা মোট ১৭ জনকে কোয়ারেনন্টাইনে রাখা হয়েছে। এই ১৭ জনেরই লালারস পরীক্ষা হবে নাইসে়ডে। ইতিমধ্যেই ৬ জনের লালারস একবার পরীক্ষা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। ওই ৬ জনই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি।

কালিম্পংয়ের বৃদ্ধা করোনায় আক্রান্ত তা ধরা পরে ২৭ মার্চ। সম্প্রতি তিনি চেন্নাই গিয়েছিলেন, ফিরে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। ৩০ মার্চ উত্তরবঙ্গ মেডিক্যালেই মৃত্যু হয় তাঁর।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Corona Update

আরো দেখুন