প্রযুক্তি বিভাগে ফিরে যান

সঙ্গে রাখুন, সহজেই ডাউনলোড করুন ই-প্যান! জানুন কীভাবে

April 1, 2020 | < 1 min read

বড় অঙ্কের লেনদেন থেকে সোনা কেনা- সবেতেই বাধ্যতামূলক প্যান-তথ্য। এদিকে, সব সময় প্যান কার্ড সঙ্গে নিয়েও বাইরে যাওয়া সম্ভব নয়। এমন সময়ে উপায় বাতলে দিচ্ছে আয়কর দফতরই। তাদের ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্ক (TIN)-এর তরফে গ্রাহকদের ই-প্যান ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। আধার KYC ব্যবহার করেই ই-প্যান তৈরি করা সম্ভব।

https://www.onlineservices.nsdl.com/paam/MPanLogin.html সাইটে গিয়ে ডাউনলোড করা যাবে ই-প্যান। আয়কর দফতরের TIN-এর তরফে জানানো হয়েছে, অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন, এমন ব্যক্তিরাই শুধুমাত্র ই-প্যান ডাউনলোড করতে পারবেন। এরজন্য প্যান অ্যাকাউন্ট হোল্ডারকে মাত্র ৮.২৬ টাকা দিতে হবে।

আয়কর দফতর আরও জানিয়েছে, যে কোনও প্রয়োজনেই প্যান কার্ডের সমানই গ্রহণ হবে ই-প্যান।

TwitterFacebookWhatsAppEmailShare

#e pan, #instant e pan, #online

আরো দেখুন